সাপেদের নিয়ে অনেক সিনেমা বলিউডে বা টলিউডেও আছে। শ্রীদেবী অভিনীত 'নাগিন' তার মধ্যে একটি। নাগ এবং নাগিনের প্রেম কাহিনি নিয়ে বহু গল্প, সিনেমা রয়েছে। কিন্তু সত্যিই কী সাপেরা এতটা বোঝে? নাকি সবটা কল্পনা করা হয়। সম্প্রতি যে ভিডিওটি সামনে এসেছে তা অবাক করে দিয়েছে। কারণ সেই ভিডিওতে প্রমাণ হয়েছে সাপ নিজের সঙ্গীর জন্য জীবন পর্যন্ত দিতে পারে।
advertisement
ঘটনাটি বিহারের গোপালগঞ্জের। সম্প্রতি সেখানে এক নাগিন পুকুরের জলে নামে। আর সেখানেই ঘটে অঘটন। ওই পুকুরে মাছ ধরার জন্য আগে থেকেই জাল পাতা ছিল। সেই জালে আটকে যায় সাপটি। ছটফট করতে থাকে। দেখতে পেয়ে যায় ওই সাপের সঙ্গী। নাগ দেখে নাগিনের প্রাণ চলে যাচ্ছে। সে অন্য কিছু না ভেবে পুকুরের জলে ঝাপ দেয়। চেষ্টা করে নাগিনকে বাঁচানোর। ওই জাল থেকে নানা ভাবে ছাড়াবার চেষ্টা করে। কিন্তু সেটা করতে গিয়ে সে নিজেও আটকে যায় জালে।
আরও পড়ুন: কোবরার জন্য খোলা থাকে ঘরের দরজা! বাচ্চাদের সঙ্গে করে খেলা! গ্রামের গল্প অবাক করে
এরপর দু'জনে এক সঙ্গে ছটফট করতে থাকে। মৃত্যু হয় দুই সাপের। নিজের ভালোবাসার সাপের জন্য জীবন বাজি রাখল আর এক সাপ। সেখানে উপস্থিত এক মৎস্যজীবি প্রথমে দেখতে পান এই দৃশ্য। তিনি লাঠি দিয়ে চেষ্টা করেন জাল সরানোর। কিন্তু ততক্ষণে মারা যায় দু'টি সাপ এক সঙ্গে। উপস্থিত এক ব্যক্তি গোটা ঘটনা ভিডিও করেন। এবং সোশ্যাল মাধ্যমে শেয়ার করেন। তবে ওই ব্যক্তি সাপেদের কাছে ভয়ে যেতে পারেননি। আপাতত এই প্রেম কাহিনির ভিডিও ভাইরাল। একে অপরকে জড়িয়ে ধরে প্রাণ দিল দুই সাপ।