TRENDING:

Viral Video: সাপের প্রেম! নাগিনকে বাঁচাতে গিয়ে প্রাণ দিল নাগরাজ! হু-হু করে ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video: এক সঙ্গে প্রাণ দিল নাগ-নাগিন! সাপেদের অমর প্রেমের ভিডিও ভাইরাল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বিহার: কথায় বলে সাপ কখনও একা থাকে না। সব সময় জোড়ায় থাকে। এমনকি সাপের প্রেম বা ভালোবাসা একে অপরের প্রতি এতটাই বেশি থাকে, যে তারা একে অপরের জন্য অনেক কিছু করতে পারে। এমনকি বদলা পর্যন্ত নেয় সাপেরা। ঠিক এই কারণেই অনেকেই বিষধর সাপ হলেও না মেরে ছেড়ে দেন। বা তাড়িয়ে দেন। সাপ এমনিতে খুব নিরিহ প্রাণী। একমাত্র ভয় পেলেই সাপ কামড়ে দেয়। নয়তো সে সব সময় পালিয়ে যায়। সম্প্রতি এই সাপেদের এক অমর প্রেম কাহিনি সামনে এসেছে যা অবাক করে দিয়েছে।
advertisement

সাপেদের নিয়ে অনেক সিনেমা বলিউডে বা টলিউডেও আছে। শ্রীদেবী অভিনীত 'নাগিন' তার মধ্যে একটি। নাগ এবং নাগিনের প্রেম কাহিনি নিয়ে বহু গল্প, সিনেমা রয়েছে। কিন্তু সত্যিই কী সাপেরা এতটা বোঝে? নাকি সবটা কল্পনা করা হয়। সম্প্রতি যে ভিডিওটি সামনে এসেছে তা অবাক করে দিয়েছে। কারণ সেই ভিডিওতে প্রমাণ হয়েছে সাপ নিজের সঙ্গীর জন্য জীবন পর্যন্ত দিতে পারে।

advertisement

ঘটনাটি বিহারের গোপালগঞ্জের। সম্প্রতি সেখানে এক নাগিন পুকুরের জলে নামে। আর সেখানেই ঘটে অঘটন। ওই পুকুরে মাছ ধরার জন্য আগে থেকেই জাল পাতা ছিল। সেই জালে আটকে যায় সাপটি। ছটফট করতে থাকে। দেখতে পেয়ে যায় ওই সাপের সঙ্গী। নাগ দেখে নাগিনের প্রাণ চলে যাচ্ছে। সে অন্য কিছু না ভেবে পুকুরের জলে ঝাপ দেয়। চেষ্টা করে নাগিনকে বাঁচানোর। ওই জাল থেকে নানা ভাবে ছাড়াবার চেষ্টা করে। কিন্তু সেটা করতে গিয়ে সে নিজেও আটকে যায় জালে।

advertisement

আরও পড়ুন: কোবরার জন্য খোলা থাকে ঘরের দরজা! বাচ্চাদের সঙ্গে করে খেলা! গ্রামের গল্প অবাক করে

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এরপর দু'জনে এক সঙ্গে ছটফট করতে থাকে। মৃত্যু হয় দুই সাপের। নিজের ভালোবাসার সাপের জন্য জীবন বাজি রাখল আর এক সাপ। সেখানে উপস্থিত এক মৎস্যজীবি প্রথমে দেখতে পান এই দৃশ্য। তিনি লাঠি দিয়ে চেষ্টা করেন জাল সরানোর। কিন্তু ততক্ষণে মারা যায় দু'টি সাপ এক সঙ্গে। উপস্থিত এক ব্যক্তি গোটা ঘটনা ভিডিও করেন। এবং সোশ্যাল মাধ্যমে শেয়ার করেন। তবে ওই ব্যক্তি সাপেদের কাছে ভয়ে যেতে পারেননি। আপাতত এই প্রেম কাহিনির ভিডিও ভাইরাল। একে অপরকে জড়িয়ে ধরে প্রাণ দিল দুই সাপ।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: সাপের প্রেম! নাগিনকে বাঁচাতে গিয়ে প্রাণ দিল নাগরাজ! হু-হু করে ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল