স্মার্ট ফোন বা কম্পিউটারের জেনারেশনে লেখা-পড়াতে অনীহা এরকম ছেলে মেয়ের সংখ্যা কম নেই । কিন্তু অন্য়দিকে এমন কিছু মানুষ আছেন , যাদের পড়াশোনা করার জন্য সামান্য আলো পর্যন্ত নেই ।
আরও পড়ুন- গোল গোল ঘুরে মৃত্যু, পিঁপড়ের দলের এমন করুণ পরিণতি দেখে আপনার মন খারাপ হয়ে যাবে
advertisement
সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া এক ভিডিওতে ধরা পড়ল ঠিক এমনই এক ছবি । ফুটপাথে বসে রাস্তার আলোতে পড়াশোনা করতে দেখা গেল একটি মেয়েকে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এই ছবি দেখে মুগ্ধ হয়েছেন নেটিজনেরা । ব্যর্থতায় বেঁচে থাকা মেয়েটির চেতনা দেখে, মুগ্ধ হয়েছেন সকলেই ।
আরও পড়ুন - মুরগিকে ঢিল মারায় তেড়ে গেল ভেঁড়ার দল! পশুদের এই বন্ধুত্ব দেখে তাজ্জব নেটিজেনরা
ভিডিওতে দেখা গিয়েছে একটি স্কুলের ইউনিফর্ম পরা মেয়েকে । যে ফুটপাতে বসে স্ট্রিট লাইটের আলোতে মন দিয়ে পড়াশোনা করছে। কুঁড়েঘরে থাকা পরিবারের পক্ষে পড়াশোনার জন্য পর্যাপ্ত আলো জোগাড় করা সহজ নয়। কিন্তু নিজের আর্থিক অবস্থার সঙ্গে লড়াই করেও পড়াশোনার প্রতি সামান্য আগ্রহ কমায়নি মেয়েটি ।
ভিডিওটি শেয়ার করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় নেট মাধ্যমে । ভিডিওটি প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে মন ছুঁয়ে গিয়েছে নেটিজেনদের । অনেকেই কমেন্টে লিখেছেন , 'এই ভিডিওটি সর্বকালে শ্রেষ্ঠ ছবি' ।