আরও পড়ুন– রাশিফল ১৪ অক্টোবর; দেখে নিন কেমন যাবে আজকের দিন
সম্প্রতি গম পেষাই নিয়ে এমনই একটি ভিডিও সামনে এসেছে। আগে সাধারণত অনেকের বাড়িতেই হাতে পেষাই করা গমের রুটি খাওয়া হত। এরপর গম পেষাই কল চলে আসায় এখন সেখানেই সাধারণ প্রচুর মাত্রায় গম পেষাই করতে দেওয়া হয়। কিন্তু যাঁদের বাড়িতে পেষাই কল নেই, হাত আর আটা চাকিই ভরসা, অথচ যাঁরা বাড়িতে গম পিষে খেতে চান, তাঁদের জন্য এবারে এই জুগাড় ভিডিওটি উপস্থিত করা হয়েছে।
advertisement
আরও পড়ুন– বছরে মাত্র ১৫ দিন মেলে এই মিষ্টি, চাহিদাও থাকে তুঙ্গে; বিক্রি হয় ১০০ টনেরও বেশি
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে একটি গম পেষাইয়ের দৃশ্য। এই মিলে খুব দক্ষতার সঙ্গে গম পেষাই চলছে। গম পেষাইয়ের জাঁতার মাঝখানে একটি বড় হাতল লাগানো রয়েছে। আর জাঁতার মধ্যে গম রাখা হয়েছে। এবারে ভিডিওতে উপস্থিত একটি মেয়েকে একটি স্কুটার ব্যবহার করে এর হাতল ঘোরাতে দেখা যাচ্ছে। জাঁতার আকার বড়, হাত দিয়ে এর হাতল ঘোরানো কঠিন। কিন্তু স্কুটির সঙ্গে ওই বড় জাতার হাতলটি বাঁধা থাকায় খুব সহজেই এই কাজটি হয়ে যাচ্ছে।
এই ভিডিও দেখে অনেকেই হাসতে শুরু করেছেন। অনেকেই এটিকে ‘সার্থক জুগাড়’-এর ভিডিও বলেছেন। এক ব্যক্তি লিখেছেন যে, এই পদ্ধতি অন্যান্য পদ্ধতির থেকে অনেক ভাল। আরেকজন আবার মন্তব্য করেছেন, ‘একেই বলে মস্তিষ্কের খেলা’। অনেক মানুষই কিন্তু ওই মহিলার বুদ্ধির তারিফ করেছেন, কেন না এতে কম সময়ে এবং কম পরিশ্রমে খুব সহজেই গম পিষে খাওয়া যাবে। এই ভিডিও এখন ভাইরাল হতে শুরু করেছে। ইতিমধ্যেই এই ভিডিওটি লক্ষাধিক বার দেখাও হয়েছে।