তেলঙ্গানার বন্দনখাল ভিলেজে থাকেন মাল্যাভা! বয়স হয়েছে অনেকটাই। শেষ ১৫ বছর ধরে শুধু চক খেয়েই বেঁচে আছেন তিনি। কিন্তু চক কেন খাচ্ছেন? এতে তো শরীর খারাপ হতে পারে! চক খাওয়ার কথা শুনে অনেকেই চমকে গিয়েছেন। জানা যায়, বেশ কিছু বছর আগে কাজ থেকে বাড়ি ফেরে মাল্যাভা! দুপুরের খাবার খাওয়ার জন্য! কিন্তু খাবার খেতে গিয়ে ঘটে আর এক কাণ্ড!
advertisement
আরও পড়ুন:
তাঁর ভাতের থালায় ভর্তি পোকা দেখতে পান তিনি। সেই ভাত সঙ্গে সঙ্গে ফেলে দেন। ঘরে খাবার মতো আর কিছুই ছিল না। এদিকে খিদেয় পেটে আগুন জ্বলছে। ঠিক সে সময় মাল্যাভার চোখ পড়ে কয়েকটি চকের উপর। খিদে মেটাতে চক-গুলো খেয়ে নিয়ে কুয়োর জল খেয়ে নেন তিনি। মুহূর্তে তাঁর খিদে মিটে যায়!
গরীব মাল্যাভা এবার রোজ একটু একটু করে চক খেতে শুরু করেন। এতে অন্য খাবারের প্রতি তাঁর অনিহা তৈরি হয়! ধীরে ধীরে দুপুরের, রাতের সব খাবার বাদ দেন তিনি। শুধু চক আর কুয়োর জল খেয়েই পেট ভরিয়ে নিচ্ছেন এই বয়স্ক মহিলা! জানা যায়, ১৫ বছর ধরে চক খেয়ে বেঁচে থাকার পরেও কোনও শারীরিক অসুবিধে নেই তাঁর। এখন চক খাওয়া তাঁর অভ্যেসে পরিণত হয়েছে। ভাল খাবার থাকলেও খেতে ইচ্ছে করে না। জানা যায়, চকের বদলে পর পর যদি অন্য সাধারণ খাবার তিনি খান, তাতেই নাকি তাঁর শরীর খারাপ হয়। এই খবর সামনে আসার পর থেকে চমকেছেন বহু মানুষ!