অন্ধ্রপ্রদেশের মান্যম জেলার এম সিঙ্গিপুরম গ্রামে এমনই একটি অদ্ভুত ঘটনা ঘটেছে, যেখানে একজন নেশাগ্রস্ত ব্যক্তির কাজ দেশব্যাপী ভাইরাল হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা লক্ষ্য করেছেন যে লোকটি একটি বিদ্যুতের খুঁটি বেয়ে উপরে উঠে তারের উপর শুয়ে রয়েছেন। স্থানীয়রা তাঁকে নেমে আসতে বললে, তিনি আরও উপরে উঠে যান। বৈদ্যুতিন জটলা পাকানো তারে ওই ব্যক্তি উঠে গেলে সেই এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়।
advertisement
আরও পড়ুন: নতুন বছর পড়তেই শীতের বাউন্সার! কাঁপছে উত্তর, কলকাতায় কত নামল পারদ? আবহাওয়ার বড় খবর
নিরুৎসাহিত হয়ে, তিনি তার আরোহণ অব্যাহত রেখেছিলেন যতক্ষণ না তিনি তারের উপর শুয়ে পড়তে পারেন। তিনি ক্ষণে ক্ষণে তার দোলান ও মাঝ বাতাসে ঝুলে আছেন তিনি। তিনি পড়ে যেতে পারেন এই ভয়ে স্থানীয়রা দেখতে দেখতে ভিড়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাদের ডাকা সত্ত্বেও তিনি নিরুত্তর ছিলেন এবং ওইভাবেই শুয়ে থাকেন।
আরও পড়ুন: শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতের সঙ্গে কী করবে বাংলাদেশ? বিরাট দাবি ইউনূসের উপদেষ্টার
দীর্ঘ চিৎকার চেঁচামেচির পর স্থানীয়রা সাবধানে এবং সতর্কতার সঙ্গে তাঁকে নামিয়ে আনে। এই নাটকীয় উদ্ধার সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে। স্থানীয়রা বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে এবং নিরাপদে তার থেকে তাঁকে বের করে লোকটির জীবন রক্ষা করেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গিয়েছে।