ঠিক কী ঘটেছিল? সম্প্রতি ট্যুইটারে একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বিয়ের পোশাকে বর। মাথায় ফুলের মালা। হঠাৎ করেই মন্ত্র পড়তে পড়তে তিনি পুরোহিতের কোলে মাথা রেখে শুয়ে পড়েন। শুধু তাই নয় গভীর ঘুমে চলে যান। বর হঠাৎ এভাবে ঘুমিয়ে পড়ায় সকলেই চিন্তায় পড়ে যান।
আরও পড়ুন: মাত্র কয়েক মিনিটেই কালো হবে পাকা চুল! হেয়ার কালার নয়! জানুন এই বিশেষ উপায়!
এর পর জানা যায় আসল ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায় বিয়ে করতে আসার আগে প্রচুর মদ খেয়ে নেন বর। শুধু বর নয় তাঁর বাবাও ছেলের বিয়ের আনন্দে আকণ্ঠ মদ্যপান করেন। প্রথমে তো গাড়ি থেকে নামতেই পারছিলেন না। পা টলছিল। তবে কোনও মতে বিয়ের মণ্ডপে পৌঁছলেও শেষ রক্ষা হল না। ঘুমিয়ে পড়লেন বর। আর এই কাণ্ড দেখে সোজা বিয়েতে না জানালেন কনে। প্রথমে অনেকে কনেকে বোঝাবার চেষ্টা করলেও পরে সকলেই মেনে নেন। ভেস্তে যায় বিয়ে। ট্যুইটারে এই ভিডিও এখন তুমুল ভাইরাল।