সম্প্রতি এই ঘটনারই প্রমাণ মিলেছে। আসলে এক মহিলাকে ঘোমটা দিয়েই বুলেট চালাতে দেখা গিয়েছে। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, গ্রাম্য এলাকারই বধূ তিনি। সেই দৃশ্যের ভিডিওই ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
আরও পড়ুন: মিথ্যা বললে শরীরের কোন ‘অঙ্গ’ গরম হয়…? আপনি জানেন? ‘এইভাবে’ ধরে ফেলুন মিথ্যাবাদী!
কিছু সময় আগে এই মুহূর্তের ভিডিওটি @sona_omi নামের এক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে, মহিলার পরনে ঘাঘরা চোলি। মাথায় ঘোমটা টানা। সিঁথিতে রয়েছে মাঙ্গ টিকা। রীতিমতো দেশি অবতারেই নির্ভীক ভাবে বুলেট চালাতে দেখা গিয়েছে সেই বধূকে। তাঁর পিছনে বসে রয়েছেন আর এক মহিলাও। যাঁর সাজপোশাকও একই রকম। দুজনের মুখেই নির্ভেজাল আনন্দের হাসি। এমনকী তাঁদের দেখে এতটুকু ভীত বলেও মনে হচ্ছে না।
advertisement
তবে এই প্রসঙ্গে বলে রাখা ভাল যে, বুলেট কিন্তু বেশ ভারি একটা যান। ফলে বুলেটের ব্যালেন্স রাখা বলিষ্ঠ মানুষের পক্ষেও খুবই কঠিন। অথচ সেই বুলেটই অনায়াসে ছোটাচ্ছেন গ্রাম্য বধূ। সকলেই তাঁর প্রশংসায় এখন পঞ্চমুখ।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও দেখেছেন প্রায় ১৩ লক্ষেরও বেশি মানুষ। আর কমেন্ট বক্সে নিজেদের মতামতও জানিয়েছেন বহু নেটিজেনই। এক নেটাগরিক মন্তব্য করেছেন যে, আমাদের মেয়েরা কারও থেকে কম নয়। আর এক নেটিজেন আবার বলছেন, দেশের মহিলারা এভাবেই আরও বেশি করে অগ্রগতির দিতে এগিয়ে যান। তৃতীয় নেটিজেন আবার বলেছেন যে, এই সব মহিলাদের জন্য সত্যিই গর্ববোধ হয়। তবে কেউ কেউ আবার প্রশংসা করলেও দুই মহিলাকে বাইক চালানোর সময় মাথায় হেলমেট পরার পরামর্শও দিয়েছেন।
: