সম্প্রতি নিউ দিল্লির মঙ্গলপুরি ফ্লাইওভারে এক প্রেমিক-প্রেমিকা কাণ্ড ঘটিয়ে ফেলেছে। দেখা যাচ্ছে বাইকে করে নিজের প্রেমিকাকে নিয়ে যাচ্ছে এক যুবক! সে যেতেই পারে! এ আর অবাকের কী।
advertisement
অবাক হবেন ওই যুবক যুবতীর কাণ্ড দেখলে। ওই যুবতী বাইকের পেট্রোল ট্যাঙ্কের উপরে উল্টো হয়ে বসে প্রেমিকা। জড়িয়ে ধরে আছে তার প্রেমিককে। প্রেমিকাকে এক হাতে বুকে জড়িয়ে অপর হাতে বাইক চালাচ্ছে যুবক। এই ভিডিও দেখেই শোরগোল শুরু হয়।
আরও পড়ুন: মাংস কিনলেই ফ্রিতে মিলবে হাঁড়ি-কড়াই! উপচে পড়ছে ভিড়!
আরও পড়ুন:
ওই বাইকের পিছনে থাকা একটি গাড়ি থেকে গোটা ঘটনার ভিডিও করা হয়। এবং ট্রাফিক পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ভিডিও তোলা ব্যক্তি। তাদের দাবি এভাবে বাইক চালানো একেবারেই উচিত নয়। ভয়ানক দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেয় ট্রাফিক পুলিশ। তবে এই ভিডিওতে যেভাবে অশ্লীলতা করছিল ওই যুবক-যুবতী, তা মেনে নিতে পারছেন না অনেকেই। এই ভিডিও আপাতত ভাইরাল।