সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। আসলে এক দম্পতি নিজেদের মধুচন্দ্রিমার ভিডিও তৈরি করে তা শেয়ার করেছেন নেটমাধ্যমেই। যা বেশ তারিয়ে তারিয়ে উপভোগ করছেন নেটিজেনরা। এমনকী এর পরের আপডেটও জানতে চেয়েছেন তাঁরা।
advertisement
ভিডিওটি ওই দম্পতির মধুচন্দ্রিমার ভিডিও। যেখানে স্বামী-স্ত্রীকে বসে থাকতে দেখা যাচ্ছে। ভিডিও-য় ঘরে রাখা ফল দেখা যাচ্ছে। এমনকী টেবিলে রাখা কেক এবং শ্যাম্পেনও চোখে পড়বে। এখানেই শেষ নয়, ভিডিও-তে ফুলে ফুলে সাজানো বিছানাও দেখিয়েছেন ওই দম্পতি। আর পুরোটাই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু তাঁরা ঘুণাক্ষরেও ভাবতে পারেননি যে, এই ভিডিওটি শেয়ার করার পরে মানুষের কাছ থেকে কেমন প্রতিক্রিয়া আসতে পারে!
আর স্বাভাবিক ভাবেই এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা ভাইরাল হতে শুরু করে। তারপরেই সেটা নিয়ে হাসি-ঠাট্টায় মেতে ওঠেন নেটিজেনরা। যদিও এটাই প্রথম নয়, এর আগেও বহু দম্পতি এরকম ব্যক্তিগত মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন। আসলে অনেকেই বুঝতে পারেন না যে, বেশ কিছু বিষয় সোশ্যাল মিডিয়ায় না দেখানোই ভাল! সেগুলো ব্যক্তিগত রাখাই উচিত! যাইহোক, ভিডিও ভাইরাল হতেই এক নেটিজেন জানতে চান, “এর পরের দৃশ্যটাও কি আপনারা দেখাবেন?”
অনেক সময় মানুষ ভুলে যায় যে, ক্যামেরাবন্দি করা কিছু দৃশ্য ক্ষতির মুখে ফেলতে পারে। আর সোশ্যাল মিডিয়ার যুগে তো মানুষ যা-ই করুক না কেন, তার ঝলক সর্বসমক্ষে তুলে ধরতে ভালবাসে। এর আগেও অবশ্য এক দম্পতি নিজেদের বিয়ের রাতের ভিডিও সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করেছিলেন। যেখানে তাঁদের একে অপরকে চুম্বন করতে দেখা যায়। এমনকী এ-ও দেখা যাচ্ছে যে, আয়নার সামনে দাঁড়িয়ে মেক-আপ তুলছেন কনে। আর তাঁর বর তাঁকে সেই কাজে সাহায্য করছেন।