TRENDING:

হোটেল রুমে লুকানো ক্যামেরা, এক সপ্তাহ পরে সন্ধান পেলেন দম্পতি, ভিডিও দেখে অবাক হবেন

Last Updated:

আশ্চর্যের বিষয় হল, প্রায় এক সপ্তাহ পর এই গোপন ক্যামেরার সন্ধান পান এই দম্পতি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ব্রাসিলিয়া: বেড়াতে যেতে কে না ভালবাসে! কিন্তু বেড়াতে গেলেই সবার আগেই যা খোঁজ করি তা হল ভাল হোটেল। না জেনে, শুনে যেকোনও জায়গায় থাকতে আমরা ভয় পাই। কিন্তু তারপরেও  হোটল রুমে লুকানো ক্যামেরার সন্ধানের খবর কম পাওয়া যায় না।
advertisement

সম্প্রতি ব্রাজিলে ঘটেছে  এরকমই এক ঘটনা ঘটেছ। ব্রাজিলের একটি নামকরা হোটেলের রুম থেকে একটি লুকানো ক্যামেরার খোঁজ মিলেছে।ব্রাজিলের এক দম্পতি এখানে ছুটি কাটাতে এসেছিলেন। আশ্চর্যের বিষয় হল, প্রায় এক সপ্তাহ পর এই গোপন ক্যামেরার সন্ধান পান এই দম্পতি। এরপর দুজনেই বিষয়টি পুলিশকে জানান। বর্তমানে মামলার তদন্ত চলছে।

শুধু তাই নয়, এই গোপন ক্যামেরা নিয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন এই দম্পতি। নিউইয়র্ক পোস্টের মতে, বেড়াতে যাবেন বলে রিও ডি জেনিরোতে অনলাইনে একটি হোটেল বুক করেছিলেন আনা লুসিয়া এবং জুলিয়া। দু'জনেই ব্রাজিলের বাসিন্দা।

advertisement

আরও পড়ুন: স্নানের পরই সিঁদুর পরার অভ্যাস? অজান্তে করা এই ৫ বাস্তু ভুলে জীবন হতে পারে নরক!

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এক সপ্তাহ পরে বেডরুমে একটি সূক্ষ্ম আলো দেখে সন্দেহ হয় জুলিয়ার। তারপরেই খোঁজ করতে আলমারির ভিতরে লুকানো ক্যামেরার খোঁজ মেলে। সম্পূর্ণ বিষয়টি নিজের ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন দম্পতি। এই আশ্চর্যজনক ঘটনায় তাজ্জব হয়েছেন নেটিজেনরা।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
হোটেল রুমে লুকানো ক্যামেরা, এক সপ্তাহ পরে সন্ধান পেলেন দম্পতি, ভিডিও দেখে অবাক হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল