অবাক করা এই ঘটনাটি ঘটেছে আমেরিকার নেব্রাস্কা অঞ্চলে। এই ঘটনার একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় সকলের কাছে ঘুরছে। ভিডিও-তে দেখা যাচ্ছে কীভাবে ওই ব্যক্তি তাঁর গাড়ি করেই ওই বৃহদাকার ষাঁড়টিকে বহন করে নিয়ে যাচ্ছেন। দূর থেকে দেখলে মনে হতে পারে ষাঁড়টি বিপজ্জনক ভাবে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু গাড়ির মালিক তাঁর গাড়িটি এমন ভাবে ডিজাইন করেছেন যে ষাঁড়টি আরামে দাঁড়াতে পারে। তার নিরাপত্তার জন্য একটা রেলিংও দেওয়া ছিল।
advertisement
সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে, যে ব্যক্তি ষাঁড়টিকে বহন করে গাড়ি চালাচ্ছিলেন তাঁর নাম লি মায়ার। তিনি নেব্রাস্কার নেলেগ এলাকার বাসিন্দা। লি নিজের এই পোষ্যের নাম রেখেছেন ‘হাউডি ডুডি’। গত ৩০ অগস্ট, সকাল ১০টার দিকে লি মেয়ার ২৭৫ রুটের পূর্ব দিক দিয়ে গাড়ি চালিয়ে শহরে আসছিলেন। সেখানেই পথচলতি মানুষ এই অদ্ভুত দৃশ্য দেখে নরফোক পুলিশ ডিভিশনে ফোন করে ঘটনাটি জানান।
আরও পড়ুন– হাই সুগার থাকা সত্ত্বেও চিনির বদলে গুড় খাচ্ছেন? হিতে বিপরীত হলেই কিন্তু মারাত্মক ক্ষতি!
ফোন পেয়ে পুলিশ গাড়ি থামালে ঘটে আর এক বিপত্তি। হাউডি ডুডি বিভ্রান্ত হয়ে পিছনের জানালায় ময়লা ছেটাতে শুরু করে। এরপর ওই গাড়ির চালককে আটক করে পুলিশ। স্থানীয় পুলিশের ক্যাপ্টেন চ্যাড রেইম্যান জানিয়েছেন, চলন্ত গাড়িতে এক চালক একটি ষাঁড় নিয়ে যাচ্ছেন শুনে পুলিশ ভেবেছিল হয়তো বাছুর বা ছোট কোনও জন্তু হবে। কিন্তু তারপর কাণ্ড দেখে তারাও হতবাক। চ্যাড রেইম্যান আরও বলেন, অভিযুক্ত যুবককে আটক করে সতর্ক করে দেওয়া হয়েছে। এর পরে, লি মেয়ার হাউডি ডুডিকে নিয়ে বাড়ি ফিরে যান।