আরও পড়ুন : দুই সতীনের ভাগাভাগি! স্বামীকে 'শেয়ার' করে নিলেন দুই স্ত্রী! কে কী পেলেন? শুনলে চমকে যাবেন
আরও পড়ুন : হার্ট অ্যাটাক নিয়ে এই ৫ ভুল ধারণা আপনারও নেই তো? অজান্তেই কিন্তু ডেকে আনছেন বিরাট বিপদ
ইন্টারনেটে ভাইরাল হওয়া এই ভিডিওতে কনেকে তার হবু বরের সঙ্গে নাচতে দেখা যাচ্ছে। সে বিয়ের আনন্দে দারুণ রোমান্টিক মেজাজে নাচছিলেন তাঁর নতুন জীবনসঙ্গীর সঙ্গে। কনের সঙ্গে পায়ে পা মিলিয়েছেন বর। যেখানে বরকেও (Viral Video) তার কনের সঙ্গে পায়ে পায়ে ছন্দ মিলিয়ে নাচতে দেখা গিয়েছে। কনে একটি অফ-হোয়াইট লেহেঙ্গা পরেন এই বিবাহবাসরে (Bride Groom Video)। অন্যদিকে বরকে একটি কালো এবং সাদা টাক্সেডোতে দেখা যায়। দুজনেই খুব রোমান্টিক মুডে নাচছিলেন এমন সময় যা ঘটল যে বর-কনে দেখেশুনে পুরো তাজ্জব হয়ে গেলেন। ভিডিওতে দেখা যায় হঠাৎ হবু বরের শাশুড়ি এসে পুরো জমায়েত তাঁর সুপারহিট পারফরম্যান্স দিয়ে লুট করে নেন। শাশুড়ি নীল রঙের লেহেঙ্গা পরে ছিলেন।
advertisement
শাশুড়ি মঞ্চে এলে তিনি বরের সঙ্গে জমজমাটি (Bride Groom Video) নাচ শুরু করে দেন। এমন কীর্তি দেখে কনে আক্ষরিক অর্থে চমকে ওঠেন! এইসময় তার মুখটা ছিল দেখার মতো। সোশ্যাল মিডিয়ায় মানুষ এই ভিডিওটি (Viral Video) বেশ পছন্দ করছে। Thebridesofindia নামে একটি অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি ইনস্টাগ্রামে আপলোড করার সঙ্গে সঙ্গে নেটিজেনরা এটিকে দারুণভাবে । এই ভিডিওটি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, 'আমরা সাহায্য করতে পারি না কিন্তু সত্যিই একটি দুর্দান্ত দৃশ্য দেখতে পাচ্ছি'।