ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বিয়ের মণ্ডপে বসে আছেন বর-কনে! এক কমবয়সী পুরোহিত বিয়ে দিচ্ছেন তাঁদের! হঠাৎ দেখা যায় কনে নিজের দুই গালে হাত দিয়ে হা করে তাকিয়ে রয়েছে পুরোহিতের দিকে! কিছুতেই যেন পলক পরে না! বিয়ে বাড়িতে উপস্থিত সকলে অবাক! বরের দিকে তাকাচ্ছেই না কনে! পুরোহিতকে দেখেই প্রেমে পড়েছেন কনে! প্রথমে খেয়াল না করলেও পরে খেয়াল করেন পুরোহিত! তার পরেই ঘটে আর এক কাণ্ড!
advertisement
আরও পড়ুন: সত্যিই প্যান্ট পরতে ভুলে গেলেন নেহা ধুপিয়া? ভিডিও দেখে হার্ট-ফেল নেটিজেনদের! তুমুল ভাইরাল
কনেকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে লজ্জায় লাল হয়ে মাথা নামিয়ে নেন পুরোহিত! হেসেও ফেলেন তিনি! এই ভিডিও সোশ্যাল মাধ্যমে শেয়ার হতেই ভাইরাল হয়! ভিডিও মাস খানেক আগের! তবে কনের এ হেন কাণ্ড দেখে অবাক সকলে! নেটিজেনরা বলছেন, ‘ইচ্ছে করেই কনে এই ভিডিও করেছেন।” কেউ লিখেছেন, “ভাইরাল করার জন্যই তৈরি হয়েছে এই ভিডিও।” সে যে কারণেই হোক আপাতত এই ভিডিও নিয়ে তুমুল শোরগোল নেটপাড়ায়!