TRENDING:

গরমের জ্বালা জুড়োতে ওয়াটার পার্কে গিয়েও শান্তি নেই, পুলের জলে এ কী ভেসে বেড়াচ্ছে! দেখে রেগে আগুন নেটিজেনরা

Last Updated:

তবে ইতিমধ্যেই এক ওয়াটার পার্কের এমন একটি ভিডিও সামনে এল, যা দেখে গা রীতিমতো গুলিয়ে উঠবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Viral Video: দেশ জুড়ে জারি তাপপ্রবাহ। গরমের দাপট উত্তরোত্তর বাড়ছে। ফলে তীব্র গরমের জ্বালা জুড়োতে মানুষ দৌড়চ্ছেন ওয়াটার পার্কগুলোয়। আসলে জলের মধ্যে ডুবে বসে থেকে কিংবা জলকেলিতে মেতে উঠে গ্রীষ্মের দাবদাহ থেকে মুক্তি পেতে চাইছেন সকলে। আর ওয়াটার পার্কগুলিতে বৃষ্টির জলের পাশাপাশি অন্যান্য ওয়াটার অ্যাক্টিভিটির ব্যবস্থাও থাকে। ফলে এবার গরমের পারদ তুঙ্গে ওঠার ফলে পাল্লা দিয়ে ভিড় বেড়েছে ওয়াটার পার্কগুলিতে।
গরমের জ্বালা জুড়োতে ওয়াটার পার্কে গিয়েও শান্তি নেই, পুলের জলেই ভেসে বেড়াচ্ছে মল; দেখে রেগে আগুন নেটিজেনরা (Photo: Instagram)
গরমের জ্বালা জুড়োতে ওয়াটার পার্কে গিয়েও শান্তি নেই, পুলের জলেই ভেসে বেড়াচ্ছে মল; দেখে রেগে আগুন নেটিজেনরা (Photo: Instagram)
advertisement

আরও পড়ুন– কেন বিমানে সবসময় সিট বেল্ট পরা উচিত? এমনকী ‘সাইন অফ’ সঙ্কেত দিলেও, জানুন আসল কারণ

এদিকে এহেন পরিস্থিতিতে দেশের বিভিন্ন জায়গায় ওয়াটার পার্ক চালু হচ্ছে। তবে ইতিমধ্যেই এক ওয়াটার পার্কের এমন একটি ভিডিও সামনে এল, যা দেখে গা রীতিমতো গুলিয়ে উঠবে। এমনকী, ওয়াটার পার্কে যাওয়ার ইচ্ছাটাই চলে যাবে। ঘটনাটি ছত্তিশগড়ের বিলাসপুরের বাবল আইল্যান্ড ওয়াটার পার্কের। ওই পার্কের ভিডিও এখন হু-হু করে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

advertisement

আরও পড়ুন- দাদা সাহেব ফালকে চলচ্চিত্র উৎসবে জয় এবং ৫০ দিন পূর্তি ‘ও অভাগী’ ছবির; আনন্দ উদযাপনের জন্য শহরে হয়ে গেল জোরদার পার্টি, চোখ এবার ১০০ দিনের মাইলফলকে

ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, পার্কটির পুলে নেমে জলকেলিতে মেতেছেন প্রচুর মানুষ। তবে আচমকাই ক্যামেরায় ধরা পড়ল কী যেন একটা ভেসে বেড়াচ্ছে পুলের জলে! স্পষ্ট দেখা যাচ্ছে, পুলের জলে ভাসছে মল। বুঝতে বাকি থাকে না, পুলের মধ্যে জলকেলির সময়ই কেউ মলত্যাগ করেছে। বলাই বাহুল্য যে, এই দৃশ্য দেখে রীতিমতো বমি উঠে আসতে থাকে মানুষের। আর সবথেকে খারাপ বিষয় হল, ওই পুলের জলে মানুষ আনন্দ করছেন, নাচছেন এমনকী ডুব দিচ্ছেন। অথচ সেই জলেই ভেসে বেড়াচ্ছে মল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ছট পুজো ঘাটে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ-প্রশাসনের কড়াকড়ি! জারি করা হল 'এইসব' নির্দেশ
আরও দেখুন

ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই প্রচুর মানুষের মন্তব্যে ভরে উঠতে থাকে কমেন্ট বক্স। নিজেদের বন্ধুদের ট্যাগ করেও এই ভিডিও দেখার আবেদন জানান নেটিজেনরা। এদিকে গত বছর ওয়াটার পার্ক নিয়ে একটি সমীক্ষা করা হয়েছিল। যেখানে এই ধরনের বেশিরভাগ পার্কের মালিকরা স্বীকার করে নিয়েছিলেন যে, সকালে পুলে যে পরিমাণ জল থাকে, সন্ধ্যায় তার পরিমাণ অনেকটাই বেড়ে যায়। এর অর্থ হল, মানুষ পুলের জলে নেমে আনন্দ করেছেন এবং সেখানেই মূত্রত্যাগ করে এসেছেন। তবে পুলের মধ্যে এহেন মলত্যাগের ঘটনা দেখে স্বাভাবিক ভাবেই হতবাক নেটাগরিকরা।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
গরমের জ্বালা জুড়োতে ওয়াটার পার্কে গিয়েও শান্তি নেই, পুলের জলে এ কী ভেসে বেড়াচ্ছে! দেখে রেগে আগুন নেটিজেনরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল