আরও পড়ুন– কেন বিমানে সবসময় সিট বেল্ট পরা উচিত? এমনকী ‘সাইন অফ’ সঙ্কেত দিলেও, জানুন আসল কারণ
এদিকে এহেন পরিস্থিতিতে দেশের বিভিন্ন জায়গায় ওয়াটার পার্ক চালু হচ্ছে। তবে ইতিমধ্যেই এক ওয়াটার পার্কের এমন একটি ভিডিও সামনে এল, যা দেখে গা রীতিমতো গুলিয়ে উঠবে। এমনকী, ওয়াটার পার্কে যাওয়ার ইচ্ছাটাই চলে যাবে। ঘটনাটি ছত্তিশগড়ের বিলাসপুরের বাবল আইল্যান্ড ওয়াটার পার্কের। ওই পার্কের ভিডিও এখন হু-হু করে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
advertisement
ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, পার্কটির পুলে নেমে জলকেলিতে মেতেছেন প্রচুর মানুষ। তবে আচমকাই ক্যামেরায় ধরা পড়ল কী যেন একটা ভেসে বেড়াচ্ছে পুলের জলে! স্পষ্ট দেখা যাচ্ছে, পুলের জলে ভাসছে মল। বুঝতে বাকি থাকে না, পুলের মধ্যে জলকেলির সময়ই কেউ মলত্যাগ করেছে। বলাই বাহুল্য যে, এই দৃশ্য দেখে রীতিমতো বমি উঠে আসতে থাকে মানুষের। আর সবথেকে খারাপ বিষয় হল, ওই পুলের জলে মানুষ আনন্দ করছেন, নাচছেন এমনকী ডুব দিচ্ছেন। অথচ সেই জলেই ভেসে বেড়াচ্ছে মল।
ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই প্রচুর মানুষের মন্তব্যে ভরে উঠতে থাকে কমেন্ট বক্স। নিজেদের বন্ধুদের ট্যাগ করেও এই ভিডিও দেখার আবেদন জানান নেটিজেনরা। এদিকে গত বছর ওয়াটার পার্ক নিয়ে একটি সমীক্ষা করা হয়েছিল। যেখানে এই ধরনের বেশিরভাগ পার্কের মালিকরা স্বীকার করে নিয়েছিলেন যে, সকালে পুলে যে পরিমাণ জল থাকে, সন্ধ্যায় তার পরিমাণ অনেকটাই বেড়ে যায়। এর অর্থ হল, মানুষ পুলের জলে নেমে আনন্দ করেছেন এবং সেখানেই মূত্রত্যাগ করে এসেছেন। তবে পুলের মধ্যে এহেন মলত্যাগের ঘটনা দেখে স্বাভাবিক ভাবেই হতবাক নেটাগরিকরা।
