TRENDING:

Viral Video: কী কাণ্ড ! ব্যস্ত রাস্তায় বিনা ড্রাইভারেই ছুটে চলেছে অটো, প্রাণপণ চেষ্টা করেও আটকাতে ব্যর্থ চালক

Last Updated:

Viral Video of Auto rickshaw running without driver: ভিডিওতে দেখা যায় অটোটিকে আটকানোর প্রাণপণ চেষ্টা করেও কোনও লাভ হচ্ছে হচ্ছে না ৷ অটোর পিছন পিছন দৌড়চ্ছেন অটো চালক ৷ কিন্তু তিনিও আটকাতে ব্যর্থ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিবপুরি, মধ্যপ্রদেশ: আপনি কখনও বিনা ড্রাইভারে অটো (Auto Running Without Driver) চলতে দেখেছেন রাস্তায় ? নিশ্চয় না ৷ কিন্তু মধ্যপ্রদেশের শিবপুরিতে (Madhya Pradesh, Shivpuri Viral Video) ঠিক এমন ঘটনাই ঘটল সম্প্রতি ৷ যেখানে দেখা গিয়েছে একটা অটোকে কিছুতেই থামানো যাচ্ছে না ৷ নিজের মতোই ছুটে চলেছে সেটি ! শিবপুরির ব্যস্ত রাস্তায় এমন ঘটনা দেখে সবাই হতবাক ৷ ঘটনার ভিডিও স্বভাবতই ভাইরাল !
Photo: Twitter
Photo: Twitter
advertisement

ভিডিওতে দেখা যায় অটোটিকে আটকানোর প্রাণপণ চেষ্টা করেও কোনও লাভ হচ্ছে হচ্ছে না ৷ অটোর পিছন পিছন দৌড়চ্ছেন অটো চালক ৷ কিন্তু তিনিও আটকাতে ব্যর্থ ৷ নিজের অটো ধরতে গিয়ে নিজেই উল্টে পড়েন তিনি ৷ যেন কোনও ভূতে ভর করেছে অটোটিকে ! আপনমনে এগিয়ে চলেছে সেটি ৷

আরও পড়ুন- Viral Video: মন্দির চত্বরেই ‘সেকেন্ড হ্যান্ড জওয়ানি’ গানে তুমুল নাচ যুবতীর ! মধ্যপ্রদেশের এই ভিডিও ভাইরাল

advertisement

অটোটি অবশ্য শেষপর্যন্ত একটু দূরে গিয়ে থামে ৷ সেটাও ফুটপাতের সামনে থাকা একটি চাট-ভেলপুরির দোকানে ধাক্কা মারার পর ৷ তবে ভাগ্য ভালো কোনও বড়সড় দুর্ঘটনা ঘটেনি ৷ নাহলে আরও বড় বিপদ হতে পারত ৷ ঘটনায় কেউ আহত হননি বলেই জানা গিয়েছে ৷ তবে এভাবে একটা অটো-রিকশাকে নিজে নিজেই চলতে দেখে অবাক সকলেই ৷ ভিডিও ভাইরাল হতেও খুব বেশি সময় লাগেনি ৷

advertisement

আরও পড়ুন- ‘মানিকে মাগে হিতে’ গানে নাচ তাঁর সুপারহিট, কোটি কোটি ভিউ ভিডিওর! ফ্যানদের ধন্যবাদ বিমানসেবিকার

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামে অস্থায়ী সিনেমা হল, কালীপুজোয় জঙ্গলমহলে ভিন্ন আয়োজন, উপভোগ করলেন আট থেকে আশি
আরও দেখুন

সোশ্যাল মিডিয়ার রমরমার যুগে এখন ভিডিও ভাইরাল হতে খুব বেশি সময় লাগে না ৷ কিছু ঘটতে দেখলেই হাতে থাকা মোবাইল দিয়ে সেটির ভিডিও করে থাকেন অনেকেই ৷ বিপদ ঘটতে পারে বুঝেও ভিডিও শ্যুট করতেই ব্যস্ত, এমন মানুষের সংখ্যা নিতান্ত কম নয় ৷ এদিন তেমনই একজনের মোবাইলে রেকর্ড হওয়া ভিডিওটি ছড়িয়ে পড়ে ফেসবুক, ট্যুইটার সর্বত্রই ৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: কী কাণ্ড ! ব্যস্ত রাস্তায় বিনা ড্রাইভারেই ছুটে চলেছে অটো, প্রাণপণ চেষ্টা করেও আটকাতে ব্যর্থ চালক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল