কলকাতা মেট্রোর যাত্রীদের হঠাৎ যেন এক কেজো দিনেও একঝলক টাটকা বাতাস এনে দিল এক খুদে। আর সেই ভিডিও ভাইরাল হয়ে ঝড় তুললো সোশ্যাল মিডিয়া জুড়ে। অফিসের দিনের ব্যস্ত মেট্রোয় যাত্রীরা সবাই কম বেশি হেডফোনে গান শুনতে বা খবরের কাগজে বা মোবাইলে চোখ রেখে যাচ্ছিলেন। তারই মধ্যে হঠাৎ এই ছোট্ট দুর্গার আবির্ভাবে রীতিমত হাসি ছড়িয়ে পড়ল সবার মুখে।
advertisement
আরও পড়ুন: বিশ্বকর্মা পুজোর দিন কেমন থাকবে আবহাওয়া? চমকে দেওয়া আপডেট দিল আলিপুর!
সোশ্যাল মিডিয়াতে আজকাল নানা ভিডিও মুহূর্তে ভাইরাল হতে দেখা যায়। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম খুললে তো রিল, ভিডিয়োর শেষ নেই। কিছু কিছু ভিডিয়ো দেখে যেমন হাসি পায়, তেমন রাগ ধরে। কিন্তু কিছু ভিডিয়ো থাকে যা আপনার মন ভাল করে দেয়, দিতে বাধ্য। আবার কোনও ভিডিওতে ফুটে ওঠে জীবনের নানা দার্শনিক পাঠ। কিন্তু এই ভিডিওটি নেহাতই মন ভাল করা একটি ভিডিও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই একটি ভিডিও।
ভাইরাল ভিডিয়ো
কী দেখা যাচ্ছে সেই ভিডিয়োতে? এক ছোট্ট শিশুকন্যা শাড়ি গয়না পরে গোটা মেট্রো জুড়ে ঘুরে বেড়াচ্ছে, দৌড়াচ্ছে, হাসছে। মেট্রো স্টেশনেও তাকে খেলে বেড়াতে দেখা যাচ্ছে। আর তার সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে। অনেকেই তাকে সোশ্যাল মিডিয়ায় ছোট্ট দুর্গার আখ্যা দিয়েছেন।
ভাইরাল ভিডিয়োতে দেখা যায় যাঁরা ওই খুদের সহযাত্রী ছিলেন তাঁরা সকলেই ফোনে ওর ভিডিয়ো করতে, ছবি করতে ব্যস্ত। কেউ কেউ আবার ওর সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। বা ক্যামেরা বের করে ছবি তুলেছেন। আর হবে নাই বা কেন এই একরত্তির থেকে চোখ ফেরানো যে দায়! তার হাসিতেই সে বাজিমাত করেছে যেন।
অনেকেই এই পোস্টে কমেন্ট করেছেন। এক ব্যক্তি লেখেন, ‘ওমা ছোট্ট দুর্গাটা কী মিষ্টি! সেরা রিল।’ একজন লিখেছেন, ‘ওকে তো তুলে নিয়ে আমার বাড়ি চলে আসব।’ তবে অধিকাংশ মানুষের বক্তব্যই এক, ‘ কী মিষ্টি’, ‘কী সুন্দর’, ‘ছোট্ট দুর্গা’। kolkata_oikkotaan নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার হতেই ইতিমধ্যেই এই ৫ লাখের বেশি লাইক পেয়েছে। ভিউজ বেড়েছে ঝড়ের গতিতে।