'ওয়াইল্ড অ্যানিমেলিয়া' নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বন্য প্রাণীদের বিভিন্ন ভিডিও শেয়ার করা হয় ৷ সম্প্রতি এই অ্যাকাউন্ট থেকে একটি তাজ্জবজনক ভিডিও পোস্ট করা হয়েছে ৷ যাতে একটি তিন পায়ের হাতিকে দেখা গিয়েছে । না, এই হাতিটি কোন অলৌকিক শক্তির কারণে বা জন্ম থেকেই এমন নয়, একটি দুর্ঘটনার কারণে একটি পা বাদ চলে যায় হাতিটির ।
advertisement
আরও পড়ুন : চোখে একসঙ্গে ২৩টা কনট্যাক্ট লেন্স! ভয়ঙ্কর ভিডিও দেখে তোলপাড় নেট দুনিয়া
ভিডিওতে বলা হয়েছে, এই হাতির নাম ভুতোমি, যার মাত্র ৩টি পা। প্রকৃতপক্ষে, বহু বছর আগে, শিকারীদের ফাঁদে ধরা পড়ে যায় হাতিটি ৷ ফলে একটি পা বাদ চলে যায় তার ৷ কিন্তু হাল না ছেড়ে তিন পায়েই দিব্যি জীবন কাটাচ্ছে ভুতোমি ৷ ভিডিওতে ভুতোমিকে নির্দ্বিধায় বনে হাঁটতে দেখা গিয়েছে ৷ কোনও রকম সমস্যা ছাড়াই অনায়াসে চলে ফিরে বেড়াচ্ছে এই তিন পেয়ে হাতিটি ৷ ভুতোমি চারপাশেও বেশ কিছু হাতি দেখা গিয়েছে ৷
আরও পড়ুন : 'আমেকা'কে চেনেন? এই রোবটের কারনামা দেখলে আজই বাড়িতে আনতে চাইবেন! দেখুন...
ভুতোমির এই তিন পায়ে চলা ফেরা করার ভিডিওটি 58 হাজারের বেশি ভিউ পেয়েছে, এবং মন্তব্যের ঝড় বয়ে গিয়েছে ভিডিওটিতে ৷ উতোমির এই লড়াই করার ক্ষমতা দেখে আবেগের ঝড় বয়ে গিয়েছে নেটিজেনজেনদের মনে ৷