TRENDING:

Viral News: মানুষ থেকে হয়ে গেলেন কুকুর! আজব কাণ্ড কীভাবে ঘটালেন এই ব্যক্তি, রইল চমকে দেওয়া তথ্য

Last Updated:

Viral News: বিগত কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। আর সেই ঘটনা হল একজন মানুষের কুকুর হয়ে ওঠার গল্প। কী অবাক হলেন? শখ মানুষকে দিয়ে কত কী না করায়। তারই আরও এক উদাহরণ হল জাপানের এই ব্যক্তির ঘটনা। যা দেখে হতবাক সকলেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এ বিশ্বে মাঝেমধ্যেই এমন ঘটনা ঘটে বা এমন কিছু মানুষ আছে যাদের কীর্তি আমাদের সকলকে অবাক করে দেয়। যাদের গল্প জানলে এক মুহুর্তের জন্য মনে হয় যে একজন মানুষ কি সত্যিই এমন করতে পারে? যাদের গল্প জানলে বিস্মিত হওয়া ছাড়া কোনও উপায় থাকে না। তেমনই একটি ঘটনা বিগত কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। আর সেই ঘটনা হল একজন মানুষের কুকুর হয়ে ওঠার গল্প। কী অবাক হলেন? শখ মানুষকে দিয়ে কত কী না করায়। তারই আরও এক উদাহরণ হল জাপানের এই ব্যক্তির ঘটনা। যা দেখে হতবাক সকলেই।
মানুষ থেকে কুকুর
মানুষ থেকে কুকুর
advertisement

জাপানে বসবাসকারী ওই ব্যক্তি শৈশব থেকেই পশু হয়ে উঠতে চেয়েছিলেন। নিজেকে একজন পশু প্রেমিক বলেও দাবি করেন। ছোট বেলা থেকেই পোষ্যদের মতন জীবন যাপন করতে চাইতেন ওই ব্যক্তি। এখন সেই ব্যক্তি নিজের স্বপ্ন পূরণ করেছেন। ওই ব্যক্তি বর্তমানে কুকুরের ছদ্মবেশে থাকেন। সে কুকুরের মতো বাঁচে, কুকুরের মতো কাজ করে। এ জন্য ওই ব্যক্তিও অনেক দিন অপেক্ষা করতে হয়েছেন। কুকুরের পোশাক তৈরি করতে প্রায় ১২ হাজার ডলার খরচ করেছেন তিনি। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৯ লক্ষ ৭৯ হাজার টাকা।

advertisement

আরও পড়ুনঃ Viral News: ৯০ মিনিটে ২২ পেগ মদ খেলেন এক ব্যক্তি, তারপরের ঘটনা জানলে শিউরে উঠবেন

আরও পড়ুনঃ Indian Railways: ভারতের সবথেকে ছোট নামের রেল স্টেশনের কোনটি? অক্ষর মাত্র দুটি, রযেছে আমাদের 'পাশেই'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সবচেয়ে আশ্চর্যের বিষয় হল তিনি একটি সম্পূর্ণ ভিন্ন কুকুরের পোশাক তৈরি করেছেন। যা পরলে বোঝার উপায় নেই যে তার ভিতরে মানুষ রয়েছে। যদিও এটি একটি সাধারণ কুকুরের মতো দেখায় না। এই পোশাকটি তৈরি করতে ৪০ দিনের বেশি সময় লেগেছে। এখন ওই ব্যক্তি একই পোশাক পরেই থাকেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ওই ব্যক্তি বলেছিলেন, এখন মানুষ রূপে আসার কথা ভাবলেও ভয় লাগছে। জানিনা আমার বন্ধুরা আমাকে নিয়ে কি ভাববে। আমি পশু হয়ে গেছি শুনলে তারা কীভাবে প্রতিক্রিয়া দেবে। তাই যখনই আমি তাদের সব বলার কথা ভাবি, আমি ভয় পাই।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: মানুষ থেকে হয়ে গেলেন কুকুর! আজব কাণ্ড কীভাবে ঘটালেন এই ব্যক্তি, রইল চমকে দেওয়া তথ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল