TRENDING:

Viral : Snowfall in South India: কাশ্মীর-কুলু-কিন্নর ফেল! দক্ষিণ ভারতের এই একটি গ্রামেই হয় তুষারপাত! জানেন না ৯৯.৯% মানুষই

Last Updated:

Viral : Snowfall in South India: দক্ষিণ ভারতে রয়েছে এমনই একটা জায়গা, যেখানে তুষারপাত হয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ভারত অনেক কিছুর জন্যই জনপ্রিয়। এর সমৃদ্ধ দ্রাবিড় ইতিহাস, শ্বাসরুদ্ধকর উপকূল, মনোরম খাবার এবং আরও অনেক কিছু আমাদের মুগ্ধ করে। কিন্তু, একটি জিনিস যা কখনও দক্ষিণ ভারতের সঙ্গে যুক্ত নয়, তা হল তুষারপাত। আমরা যখন ভারতে তুষারপাতের কথা ভাবি, তখন আমরা শুধুমাত্র গুলমার্গ, নৈনিতাল এবং মানালির মতো হিমালয় সংলগ্ন জায়গাগুলির কথাই ভাবি। কারণ ভারতের দক্ষিণ অংশ শুষ্ক এবং আর্দ্র অঞ্চল হিসাবে পরিচিত। তবে এটি দক্ষিণ ভারতের সব ক্ষেত্রে সত্য নয়। দক্ষিণ ভারতে রয়েছে এমনই একটা জায়গা, যেখানে তুষারপাত হয়।
লাম্বাসিঙ্গি অন্ধ্রপ্রদেশের কাশ্মীর নামেও পরিচিত
লাম্বাসিঙ্গি অন্ধ্রপ্রদেশের কাশ্মীর নামেও পরিচিত
advertisement

কেউ যদি দক্ষিণ ভারতে তুষারপাত দেখতে চান, তবে অন্ধ্রপ্রদেশের একটি ছোট গ্রামে যেতে হবে। যার নাম লাম্বাসিঙ্গি, এখানে তুষারপাত দেখা যেতে পারে। যদি কেউ লাম্বাসিঙ্গিতে তুষারপাত দেখতে পান, তবে নিজেকে ভাগ্যবান মনে করতে হবে। সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ১০০০ মিটার উপরে অবস্থিত, লাম্বাসিঙ্গি অন্ধ্রপ্রদেশের কাশ্মীর নামেও পরিচিত। প্রাণবন্ত ফুল আর সবুজের সমারোহের মধ্যে এখানে অনৈসর্গিক তুষারপাত অনুভব করার সুযোগ মেলে। এটি হয় তার উচ্চতা সুবিধার কারণে। এর উচ্চতা একটি অনন্য পরিবেশ তৈরি করে, যা নিম্ন তাপমাত্রার জন্য উপযোগী। শীতের মাসগুলিতে এখানকার তাপমাত্রা পৌঁছে যায় -২°C পর্যন্ত। বিশাখাপত্তনমের চিন্তাপল্লীতে অবস্থিত লাম্বাসিঙ্গি দক্ষিণাঞ্চলের একমাত্র জায়গা যেখানে তুষারপাত হয়।

advertisement

শুধু তুষারপাত নয়, লাম্বাসিঙ্গি নানাবিধ পর্যটন আকর্ষণে পরিপূর্ণ। এর মধ্যে একটি হল কোঠাপল্লী জলপ্রপাত – যা প্রকৃতির অপার সৌন্দর্য এবং শক্তিকে মনে করাবে। জলপ্রপাতটি একাধিক পাথরের উপর দিয়ে ঝরে পড়ে এবং একটি জলাশয়ে এসে ডুবে যায়। এই স্থানটি রীতিমতো জনপ্রিয় এক পিকনিক স্পট। এছাড়াও লাম্বাসিঙ্গি যাওয়ার পথে একটি হলুদ এবং কালো ফুলের বাগান পড়ে। এখানে, যে কেউ মনোমুগ্ধকর সূর্যাস্তের শোভা দু’চোখে ভরে নিতে পারেন।

advertisement

আরও পড়ুন : আর ঠায় বসে নয়, এ বার শুয়ে-ঘুমিয়ে সফর এই ট্রেনে! মাঝারি দূরত্বের এই ৫ এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের জন্য বড় খবর

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে লাম্বাসিঙ্গিতে গেলে তুষারপাত দেখার সম্ভাবনা কয়েকগুণ বেড়ে যায়। তবে, যাত্রাপথে প্রকৃতির অপরূপ দৃশ্যাবলী-সহ মনোমুগ্ধকর পরিবেশ লাম্বাসিঙ্গিকে তুষারপাত দেখার চেয়েও বেশি জনপ্রিয় করেছে। লাম্বাসিঙ্গি যাওয়ার নিকটতম আন্তর্জাতিক বিমানবন্দর হল বিশাখাপত্তনম বিমানবন্দর। এটি লাম্বাসিঙ্গি থেকে ১১৫ কিলোমিটার দূরে অবস্থিত। যে কেউ সরাসরি ট্রেনে করেও পৌঁছতে পারেন আনাকাপল্লেতে, যা লাম্বাসিঙ্গি থেকে ৭২ কিমি দূরে অবস্থিত। সেখান থেকে গাড়ি করে সোজা চলে আসা যেতে পারে ভারতের বিস্ময়কর এই অপরূপ গ্রামে।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral : Snowfall in South India: কাশ্মীর-কুলু-কিন্নর ফেল! দক্ষিণ ভারতের এই একটি গ্রামেই হয় তুষারপাত! জানেন না ৯৯.৯% মানুষই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল