TRENDING:

Viral Reels: ফুটফুটে মেয়ে, লম্বা চুল, গোলাপি ঠোঁট, বলিউড সুপারহিটে বিন্দাস নাচ খুদে সুন্দরীর

Last Updated:

Viral Reels: আপলোডের পর থেকে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে এই ভিডিও৷ ১৫ লক্ষ লাইক ইতিমধ্যেই পেরিয়ে গেছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
: সারা দিন খুব ধকল গেছে৷ তাহলে এই খবরে ক্লিক করে মনটা ভাল করে নিন৷ এক খুদে কন্যার জমিয়ে নাচের রিল এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷ বলিউডের এক সুপারহিট নাম্বারে ধামাল নাচ৷ অনিল কাপুরের জুদাই সিনেমার ‘প্যায়ার প্যায়ার করতে করতে, তুম পে মরতে মরতে’ গানে জমিয়ে নাচ করেছে এই খুদে৷ আধ্যাশ্রী নামের একটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এই ভিডিওতটি পোস্ট হয়েছে৷ যা দেখামাত্র আপনার মুডকে চাঙ্গা করে দেবে৷
খুদে কন্যার দারুণ ডান্স -Photo Courtesy- Instagram
খুদে কন্যার দারুণ ডান্স -Photo Courtesy- Instagram
advertisement

এই ভাইরাল ভিডিওটি খুদের কচিকচি বিষয়টি যেমন আছে, ঠিক তেমনিই নাচের ভঙ্গিও দুরন্ত৷ আর নাচার জন্য মেয়েটি বেছেওছে এক অদ্ভুত জায়গা৷ সেটি একটা রেলওয়ে প্ল্যাটফর্ম৷ চারপাশে অনেক মানুষ দাঁড়িয়ে আছেন কিন্তু খুদে মেয়ের সেদিকে কোনও নজর নেই৷ সে মনের আনন্দে নাচছে৷

আরও পড়ুন – MS Dhoni Jersey: সচিনের পর মাহিকে লেজেন্ড মানল বিসিসিআই, ৭ নম্বর আর কাউকে নয়, বোর্ডের নয়া সিদ্ধান্ত

advertisement

নাচের পাশাপাশি গানের অর্থ বুঝে একেবারে সঠিক অভিব্যক্তি দিয়ে নাচ করছে৷ তাঁর নাচে বাড়তি মাত্রা যোগ করেছে মেয়েটির হাসিমুখ৷

আপলোডের পর থেকে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে এই ভিডিও৷ ১৫ লক্ষ লাইক ইতিমধ্যেই পেরিয়ে গেছে৷ কমেন্ট সেকশনেও সকলেই মেয়েটিকে ভালবাসা উজাড়় করে দিচ্ছেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ভিউয়াররা সকলেই নিজেদের ভালোবাসা ভরা কমেন্ট দিচ্ছেন৷ কেউ কেউ লিখছেন দারুণ নাচ ছোট মেয়েটির৷ কেউ আবার লিখেছেন ও ভীষণ মিষ্টি৷ কেউ লিখেছেন খুব ভাল নাচে৷  সব মিলিয়ে ভিডিও ঘিরে সকলেই উন্মাদনা উজাড় করে দিচ্ছেন৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Reels: ফুটফুটে মেয়ে, লম্বা চুল, গোলাপি ঠোঁট, বলিউড সুপারহিটে বিন্দাস নাচ খুদে সুন্দরীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল