MS Dhoni Jersey: সচিনের পর মাহিকে লেজেন্ড মানল বিসিসিআই, ৭ নম্বর আর কাউকে নয়, বোর্ডের নয়া সিদ্ধান্ত
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
MS Dhoni Jersey: যাঁদের সত্যিই মহাতারকা মনে করা হয় তাঁদেরই দেওয়া হয় এই সম্মান, ক্রিকেটের বাইরেও আছে নজির...
advertisement
মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেট সার্কিট থেকে অবসর নেওয়ার ৩ বছর বাদে এই সিদ্ধান্ত নিল ভারতীয় বোর্ড৷ এর আগে সচিন তেন্ডুলকরের জার্সি নম্বর ১০ কে ২০১৭ সালে রিটায়র করিয়েছিল ভারতীয় বোর্ড৷ অর্থাৎ বিসিসিআই জানিয়ে দিয়েছিল ভবিষ্যতে কোনও ভারতীয় ক্রিকেটার এই নম্বরের জার্সি ব্যবহার করতে পারবেন না৷ ভারতীয় ক্রিকেটে যে ক্রিকেটারদের লেজেন্ড হিসেবে ভাবা হচ্ছে তাঁদের বিশেষ সম্মান দিতেই বোর্ডের এই পদক্ষেপ৷
advertisement
advertisement
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে বিসিসিআইয়ের শীর্ষ আধিকারিক জানিয়েছে, ‘‘বর্তমানে ৬০ জন ক্রিকেটারকে নিয়ে ভারতীয় দলের জন্য ভাবনাচিন্তা চলে৷ যদিও সেই ক্রিকেটার এক বছর বা তারও বেশি সময় দলের বাইরে থাকুক৷ তাঁদের কারোর নম্বর আমরা নতুন কাউকে দিই না৷ অর্থাৎ একজন নতুনকে ৩০ টি নম্বরের মধ্যে থেকে নিজের জার্সি নম্বর বাছতে হয়৷’’
advertisement
advertisement