এই মুহুর্তে নেটদুনিয়ায় একটি ধাঁধার উত্তর খুঁজতে গিয়ে কালঘাম ছোটাচ্ছেন নেটিজেনরা! ধাঁধাটি হল, কীভাবে ১ সেকেন্ডে আপনার টাকা দ্বিগুণ হবে?
অনেক নেটিজেনরা উত্তর দিচ্ছেন, টাকাটার পাশে একই অঙ্কের আরেকটি টাকা রেখে দেওয়া হবে! কিন্তু এটি ভুল উত্তর! কোনও টাকা যোগ করা হবে না, অথচ টাকাটা ১ সেকেন্ডের মধ্যেই দ্বিগুণ হবে! ৯০ শতাংশ নেটিজেনই ভুল উত্তর দিচ্ছেন!
advertisement
কেউ কেউ আবার বলছেন, টাকাটি ছিঁড়ে ফেলা হবে। কিন্তু এটিও ভুল উত্তর! টাকাটি যেমন ছিল তেমনি-ই থাকবে! তারপরও দ্বিগুণ হবে! প্রশ্নের উত্তর দিধে ঘেমে-নেয়ে একশা নেটিজেনরা! কী, আপনি পারবেন সঠিক উত্তর দিতে?
ধাঁধার আসল উত্তর হল, টাকাটি আয়নার সামনে ধরুন। উলটোদিকে টাকাটির প্রতিবিম্ব দেখবেন, আপনার টাকা ১ সেকেন্ডেই দ্বিগুণ! যেমন ধরুন, আপনার হাতে একটি ৫০০ টাকার নোট রয়েছে, এবেআর আপনি সেটি আয়নার সামনে ধরুন, উলটোদিকে আরেকটি ৫০০-র নোট দেখতে পাবেন, যা কী না প্রতিবিম্ব... হোক না নকল, তবু আপনার টাকা দ্বিগুণ হল তো?