সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে নিজের অভিজ্ঞতার কথা লিখেছেন ওই যাত্রী। শুধু তা-ই নয়, বিমানে যুগলের অন্তরঙ্গ ছবিও আপলোড করেছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, সিটের উপর একে অন্যকে জড়িয়ে, ঘাড়ের উপর পা তুলে শুয়ে আছেন দুই তরুণ-তরুণী। তাঁর কথায়, ৩০ হাজার ফুট উপরেও এঁদের আলাদা করা যায়নি। ছবির ক্যাপশনে লিখেছেন, “বিমানে এমন দৃশ্য! বিশ্বাস হচ্ছে না। পুরো ৪ ঘণ্টার ফ্লাইট এভাবেই কাটল”।
advertisement
স্বাভাবিকভাবেই এমন ছবি ভাইরাল হতে সময় লাগেনি। কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। একজন লিখেছেন, “বিমানের মধ্যে এভাবে… ফ্লাইট অ্যাটেন্ডেন্ট কিছু বলেননি? আমি তো ভাবতেও পারছি না”। এক্স ইউজাররা যে এই ছবি খুঁটিয়ে দেখেছেন, বোঝা যায় আরেকজনের মন্তব্যে। তিনি লিখেছেন, “আরে, ওরা খালি পায়ে। আমি পাগল হয়ে যাব”। কেউ কেউ স্কুল-কলেজের স্মৃতিতে ডুব দিয়েছেন। লিখেছেন, “কলেজে এমন যুগলের দেখা মেলে। আমি মোটেই পছন্দ করি না। সবাই কেমন বিচ্ছিরিভাবে তাকিয়ে তাকিয়ে দেখে। কিন্তু ওদের কোনও ভ্রূক্ষেপ নেই”।
তবে শুধু এই ছবি নয়, বিমানের পরিবেশ নিয়েও জোর চর্চা চালাচ্ছেন নেটিজেনরা। কেউ কেউ যুগলের পিছনে বসা মহিলা যাত্রীর কথা তুলেছেন। ছবিতে দেখা যাচ্ছে, মহিলা যাত্রীর এক পায়ে জুতো। অন্য পায়ের জুতো খোলা। সিটে মাথা হেলিয়ে দিয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছেন তিনি। কোনওদিকে পরোয়া নেই। মুখ খোলা। একজন লিখেছেন, “ঘরের মেয়েকে বিরক্ত করো না। ঘরের মেয়ের মতো চুপচাপ ঘুমোও”। আরেকজন কটাক্ষ করে লিখেছেন, “সে গুড়ে বালি। যে এভাবে ঘুমোচ্ছে তাঁকে নিয়ে কথা বলতেই হবে। এক পায়ে জুতো, আর এক পায়ে জুতো নেই। হচ্ছেটা কী”!