TRENDING:

আহত চিতাবাঘের পায়ে রাখি পরিয়ে দিলেন রাজস্থানি বধূ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

Last Updated:

Viral : আহত লেপার্ড বা চিতাবাঘের পায়ে রাখি পরিয়ে দিলেন ওই বধূ৷ মুহূর্তের মধ্যে ভাইরাল তাঁর সে ছবি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বন্ধন অমূল্য হতে পারে পশুপ্রাণী ও মানুষের মধ্যেও৷ যা রক্ষা করা দরকার মানুষের নিজের অস্তিত্ব বাঁচানোর জন্যই৷ সোশ্যাল মিডিয়ায় সে কথাই ছড়িয়ে পড়ল এক বধূর উদ্যোগে ৷ আহত লেপার্ড বা চিতাবাঘের পায়ে রাখি পরিয়ে দিলেন ওই বধূ ৷ মুহূর্তের মধ্যে ভাইরাল তাঁর সে ছবি৷
আহত লেপার্ড বা চিতাবাঘের পায়ে রাখি পরিয়ে দিলেন ওই বধূ
আহত লেপার্ড বা চিতাবাঘের পায়ে রাখি পরিয়ে দিলেন ওই বধূ
advertisement

ছবিতে দেখা যাচ্ছে গোলাপি শাড়ি পরনে ওই বধূর মাথা ঢাকা ঘোমটায়৷ হাতে লাল কাচের চুড়ি৷ পরম স্নেহে তিনি চিতাবাঘের সামনের বাঁ পায়ে বেঁধে দিলেন রাখি৷ হিংস্র চিতাবাঘও তাঁর সামনে দিব্যি শান্ত হয়ে বসে পরে নিল রাখি৷ আহত প্রাণীটিকে এর পর তুলে দেওয়া হয় স্থানীয় বন দফতরের হাতে৷

ছবিটি শেয়ার করেছেন ইন্ডিয়ান ফরেস্ট অফিসার সুশান্ত নন্দ৷ ছবিটি ট্যুইটারে শেয়ার করে তিনি লিখেছেন ‘‘যুগ যুগ ধরে ভারতে মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থান চলছে৷ বন্যপ্রাণীর প্রতি নিঃশর্ত ভালবাসাই এই বন্ধনের সূত্র ৷’’ তাঁর পোস্ট থেকেই জানা যাচ্ছে ওই মহিলা রাজস্থানি৷ তিনি আহত চিতাবাঘের পায়ে রাখি পরিয়ে তার পর তাকে তুলে দেন বনকর্মীদের হাতে৷

advertisement

আরও পড়ুন : বয়স মাত্র ২৪ বছর, সলমন রুশদির আক্রমণকারী সম্বন্ধে আরও গুরুত্বপূর্ণ তথ্য এখন তদন্তকারীদের হাতে

ট্যুইটারে শেয়ার হওয়ার পর থেকে এই পোস্টে লাইক এসেছে ৯০০-র বেশি৷ রিট্যুইট করা হয়েছে ৯০ বারের বেশি৷ রাজস্থানি বধূর উদ্যোগকে বাহবা জানিয়েছেন নেটিজেনরা৷ চারদিকে এমন সুন্দর বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য সকলেই ধন্যবাদ জানিয়েছেন তাঁকে৷ একজন ট্যুইটারেত্তি লিখেছেন, ‘‘এভাবেই এটা হওয়া দরকার৷ বন ও বন্যপ্রাণের সঙ্গে আমাদের সহাবস্থান দরকার৷ এই পৃথিবীকে ঈশ্বর সকল প্রাণীর জন্য সৃষ্টি করেছেন৷ শুধুমাত্র মানুষের জন্য নয়৷’’

advertisement

আরও পড়ুন :  উচ্চতায় টেক্কা আইফেল টাওয়ারকেও! ভূস্বর্গে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে চেনাব রেলসেতু

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

আর এক জনের কথায় ‘‘ রাখি পরিয়ে দেওয়া প্রতীকী৷ এই স্নেহ ও ভালবাসা অসাধারণ৷ এই বধূ আচরণে সেই ভালবাসা ফুটে উঠেছে৷ বনাঞ্চল যাঁরা রক্ষা করেন, সেই সকল কর্মীদের অসংখ্য ধন্যবাদ৷’’

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
আহত চিতাবাঘের পায়ে রাখি পরিয়ে দিলেন রাজস্থানি বধূ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল