কেন না, এই ধরনের ছবি আমাদের বিষয়ের সঙ্গে জড়িয়ে ফেলে আষ্টেপৃষ্টে। ঠিক যেমন এবার যে তিনটে বাল্বের ছবি ভাইরাল হয়েছে, সেগুলোর তারগুলোর মতো। ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে সেগুলো নিজেদের মধ্যে জড়িয়ে পেঁচিয়ে এক রহস্যের জাল তৈরি করে ফেলেছে।
রহস্য কেন?
আসলে, তারগুলো একে অপরের সঙ্গে জড়িয়ে গিয়ে আমাদের মস্তিষ্কের আদল নিয়েছে- এমন কথা বললে খুব একটা ভুল বলা হবে না। আর অপটিক্যাল ইলিউশনের কাজই তো তাই- এক দিকে সে যেমন মস্তিষ্কে জট ফেলে, অন্য দিকে তেমনই মস্তিষ্কের জট ছাড়ায়। ফলে, এই ছবি আমাদের আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়েছে- তাও বলা যায়।
advertisement
আয়নায় যেমন আমরা নিজেদের দেখি, এই ছবির রহস্য ধরতে পারলে তেমনই বুঝতে পারব নিজেদের চরিত্রের, বা বলা ভাল, নিজেদের মানসিকতার এক দিক। কীভাবে?
ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে তিনটে বাল্ব-ই জ্বলছে। মজার ব্যাপার, আদতে কিন্তু মাত্র একটা বাল্বেরই প্লাগ কানেক্ট করা আছে, বাকি দুটো রয়েছে ছড়িয়ে-ছিটিয়ে। কোনটা তাহলে জ্বলছে, কোনটার প্লাগ কানেক্ট করা রয়েছে, বোঝা গেল কি?
আরও পড়ুন: যাত্রীদের জন্য সুখবর! ভিড় কমাতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে চালাবে আরও কয়েকটি স্পেশ্যাল ট্রেন
এর জন্য আসতে হবে ওই তারের গোলকধাঁধায়। সেই ভুলভুলাইয়া বেয়ে দেখতে হবে খুঁটিয়ে খুঁটিয়ে। ধারের দুটোর মধ্যে কোনও একটা, না কি মাঝেরটা- কোনটার প্লাগ তাহলে কানেক্ট করা?
যাঁরা ধরতে পেরেছেন, তাঁরা মিলিয়ে নিতে পারেন উত্তরের সঙ্গে নিজেদের বুদ্ধিমত্তা। যাঁরা পারেননি, তাঁরা এটুকু ধরতে পারবেন যে একাগ্রতা বাড়ানোর প্রয়োজন আছে। কেন না ভাল করে দেখলেই বোঝা যাবে যে বাঁ-দিক থেকে একেবারে শেষের বাল্বটার প্লাগ কানেক্ট করা আছে- ধরা যাচ্ছে তো?