আরও পড়ুনঃ ১৬ হাজার কোটির হোটেল, অথচ ২৫ বছরেও যাননি কোনও অতিথি! দুনিয়ার নজরে রহস্যময় এই হোটেল
সম্প্রতি এমনই এক ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে বিভিন্ন রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বার করব আমরা! প্রথমেই কী কী দেখা যাচ্ছে, সেটাই বুঝে নেওয়া যাক। এই ছবিটিতে দেখা যাচ্ছে ঝাঁকে ঝাঁকে হাঁসের ছানা। দুই দিকের জলরাশিতে গুটিকয়েক হাঁস চড়ে বেড়ালেও পথেই রয়েছে এক পাল হলুদ রঙা হাঁসের ছানা। নানা কাজে ব্যস্ত তারা। কিন্তু এরই মাঝে হারিয়ে গিয়েছে একটি মুরগির ছানাও। তাকেই মাত্র ৮ সেকেন্ডের মধ্যে খুঁজে বার করতে হবে।
advertisement
এত কম সময়ের মধ্যে মুরগির ছানাটিকে খুঁজে বার করা একেবারে সহজ নয় বললেই চলে। কারণ হাঁসের ছানা আর মুরগির ছানাদের আকার-আকৃতি এবং রঙ একেবারে একই রকম। ফলে চট করে সেটা চোখে পড়া মুশকিল! যাই হোক, সময় তো প্রায় ফুরিয়ে এল। পাওয়া কি গেল মুরগির ছানাটিকে? আসলে অধিকাংশ মানুষই এই ধাঁধার সমাধান করতে পারেনি। তবে যাঁরা পেরেছেন, তাঁদের দৃষ্টিশক্তি সত্যিই প্রশংসনীয়। আর যাঁরা এখনও মুরগির ছানাটিকে খুঁজে পাননি, তাঁদের জন্য সমাধান আমরাই বলে দেব। ছবিটিতে একটু নিচের দিকে একেবারে বাম দিক ঘেঁষে রয়েছে মুরগির ছানাটি।