এই ব্রেন টিজার চ্যালেঞ্জের মধ্যে অন্যতম হল পাজলের সমাধান, কোন কোড বার করা, লুকিয়ে থাকা বিষয়বস্তু খুঁজে বার করা এবং কোনও ছবিতে ভুল থাকলে তা খুঁজে বার করা। এই ধরনের চ্যালেঞ্জ নিয়মিত অনুশীলন করলে মস্তিষ্কও হবে ক্ষুরধার। আর এটা মস্তিষ্কের স্বাস্থ্যকর ব্যায়ামও বটে!
আজ যে ব্রেন টিজারটি এসেছে, তা বেশ কিছু সময় ধরে ভাইরাল নেটদুনিয়ায়। এই পাজল সমাধান করার জন্য মাথা খাটিয়ে একটু হিসেবনিকেশ করতে হবে। তাহলে দেখে নেওয়া যাক, ব্রেন টিজার চ্যালেঞ্জের ছবিতে কী কী দেখা যাচ্ছে! ল্যাভেন্ডার রঙা একটি ব্যাকগ্রাউন্ডের উপর মোট ৫টি সারি এবং ৪টি কলামে রয়েছে মোট ২০টি কুকুর ছানা। আর প্রত্যেকটিতে একই রকম দেখতে। অর্থাৎ সকলের গায়েই সাদার উপর কালো রঙা ছোপ। আর প্রত্যেকটি কুকুরের মুখেই একটি লাল রঙা বল। দেখে মনে হচ্ছে যেন, বল মুখে করে ছুটে আসছে কুকুর ছানাগুলি।
advertisement
কিন্তু সব ক’টা কুকুরকে দেখতে একই রকম হলেও একটি কুকুর কিন্তু এদের থেকে একেবারেই আলাদা। আর সেই ভিন্ন কুকুরটিকেই মাত্র ৭ সেকেন্ডের মধ্যে খুঁজে বার করতে হবে। তাহলে চ্যালেঞ্জটা নিয়েই দেখা যাক!
আরও পড়ুন: পঞ্চমীতে ঢাক বাজিয়ে ঠাকুর আনলেন ঘরে, উৎসব শুরু মিমির আবাসনে, সঙ্গে নয়া সুখবর দিলেন নায়িকা
আজকের এই ব্রেন টিজার কিন্তু ততটাও সহজ নয়। কারণ খুঁটিয়ে ছবিটিকে পরীক্ষা করতে হবে। অর্থাৎ আজ চোখের পরীক্ষা। দৃষ্টিশক্তি কতটা তীক্ষ্ণ সেটাও বোঝা যাবে। এর পাশাপাশি আইকিউ-ও পরীক্ষা করে নেওয়া যাবে এই চ্যালেঞ্জের মাধ্যমে। যদিও খুবই কম সংখ্যক মানুষ এই চ্যালেঞ্জের সমাধান করতে পেরেছেন। আসলে কুকুরগুলিকে দেখতে এবং তাদের দৌড়ানোর ভঙ্গি সবই এক রকম। যাইহোক কথায় কথায় তো সময় ফুরিয়ে গেল! এতক্ষণে কি পাওয়া গেল ভিন্ন ধরনের কুকুরটিকে?
না পাওয়া গেলেও আমরা ছোট্ট হিন্ট দিতে পারি। কুকুরছানাগুলির গায়ের কালো ছোপের দিকে লক্ষ্য করতে হবে। আশা করি তাহলেই চিহ্নিত করা যাবে আলাদা কুকুরটিকে। আর তাতেও না পাওয়া গেলে আমরাই বলে দেব সমাধান। এবার চতুর্থ সারির দিকে তাকাতে হবে। সেখানেই ডান দিক থেকে দ্বিতীয় নম্বর অর্থাৎ বাম দিক থেকে তিন নম্বর কলামে যে কুকুরটি রয়েছে, তার গায়ের দিকটা লক্ষ্য করলে দেখা যাবে, সেখানে অতিরিক্ত একটি কালো ছোপ রয়েছে।