TRENDING:

Viral Optical Illusion: হাতে মাত্র ১০ সেকেন্ড! পাখিদের ভিড় থেকে লুকিয়ে থাকা পেঙ্গুইনটাকে খুঁজে বের করতে পারবেন কি

Last Updated:

Viral Optical Illusion: রাশি রাশি টুকানদের মধ্যে থেকে আমাদের খুঁজে বের করতে হবে একটা পেঙ্গুইন, তাও আবার মাত্র ১০ সেকেন্ডের মধ্যে, এদিকে সেটা কোথায় লুকিয়ে আছে তা ধরা বেশ মুশকিলের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন হল চোখের ধাঁধা। হামেশাই নানা রকম অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবির মধ্যে থেকে খুঁজে বার করতে হয় নানা রকম অবয়ব, অক্ষর ইত্যাদি। আর অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়। অপটিক্যাল ইলিউশনের ধাঁধায় বিভিন্ন কোণ অথবা বিভিন্ন আকার ব্যবহার করা হয়ে থাকে।
পাখিদের ভিড় থেকে পেঙ্গুইনটাকে খুঁজে বের করতে পারবেন
পাখিদের ভিড় থেকে পেঙ্গুইনটাকে খুঁজে বের করতে পারবেন
advertisement

এগুলি খুঁজে বার করতে পারলে বা সমাধান করতে পারলেই বোঝা যায় যে, মানুষটির বুদ্ধির জোর এবং আইকিউ কতটা! এখানেই শেষ নয়, অপটিক্যাল ইলিউশনের ধাঁধার সমাধান করার ধরন থেকে বোঝা যায় মানুষের চারিত্রিক দোষ-গুণও। এমনকী জানা যায়, তাঁর মধ্যে থাকা নানা ধরনের বৈশিষ্ট্যও!

আরও পড়ুন: ঝরা পাতার স্তূপে মিশে আছে একটি বাদাম, খুঁজে বার করতে পারবেন কি ১২ সেকেন্ডে, দেখুন তো চেষ্টা করে

advertisement

সম্প্রতি যে অপটিক্যাল ইলিউশন নেটদুনিয়ার বাসিন্দাদের মাতিয়ে রেখেছে, তা একান্তই নিজের দৃষ্টিশক্তির তীক্ষ্ণতা পরখ করে নেওয়ার। সত্যি বলতে কী, ছবিটায় প্রায় একই রকমের, একই রঙের টুকান পাখিদের মধ্যে এক পেঙ্গুইন এমন ভাবে মিশে রয়েছে যে তার জাল ভেদ করা কিছুটা হলেও কঠিন হয়ে উঠতে পারে।

advertisement

সেভাবে দেখলে তফাত করাই কঠিন, মাথায় টুপি, গলায় স্কার্ফ বা বো- রাশি রাশি টুকানদের মধ্যে থেকে আমাদের খুঁজে বের করতে হবে একটা পেঙ্গুইন, তাও আবার মাত্র ১০ সেকেন্ডের মধ্যে, এদিকে সেটা কোথায় লুকিয়ে আছে তা ধরা বেশ মুশকিলের।

রইল উত্তর

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

যাই হোক, ছবি দেখে বিরক্ত লাগলে চলবে না, এগোতে হবে ধৈর্য ধরে। না পাওয়া গেলেও অসুবিধা নেই, আমরাই জানিয়ে দিচ্ছি কোথায় আছে সেই পেঙ্গুইন। চোখ রাখতে হবে ৎান দিক বরাবর একটু উপরে, টুকানদের ঠোঁট বেশ চওড়া আর বড়, পেঙ্গুইনের ততটাও বড় নয়, ফলে এই ঠোঁটের গড়ন খুঁটিয়ে দেখলেই ধরে ফেলা যাবে তাকে, তা, যাঁদের দৃষ্টি খুব তীক্ষ্ণ, তাঁদের খোঁজও কি এই জায়গা ধরেই চলছিল?

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Optical Illusion: হাতে মাত্র ১০ সেকেন্ড! পাখিদের ভিড় থেকে লুকিয়ে থাকা পেঙ্গুইনটাকে খুঁজে বের করতে পারবেন কি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল