TRENDING:

Viral Optical Illusion: কোন প্রাণি প্রথম চোখে পড়ছে এই ছবিতে? জানুন জীবনের কোন পর্যায়ে দাঁড়িয়ে রয়েছেন আপনি

Last Updated:

Picture Personality Test: সব বিষয়ে মানুষের দৃষ্টিভঙ্গি এক নয়। আর তাই একই ছবি নানাভাবে ধরা পড়ে মানুষের চোখে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Rabbit-Duck Illusion: অপটিক্যাল ইলিউশন হল ছবি তৈরির এক ভিন্ন ঘরানার শিল্প। মানুষের মন নিয়ে খেলা করতে পারে এই ছবি। হয়তো আমরা চোখে অন্য কিছু দেখেছি, কিন্তু ছবি বলছে ভিন্ন গল্প। সব বিষয়ে মানুষের দৃষ্টিভঙ্গি এক নয়। আর তাই একই ছবি নানাভাবে ধরা পড়ে মানুষের চোখে। আর দৃষ্টিভঙ্গির এই ফারাকই পার্সোনালিটি টেস্টের মাধ্যমে আপনার ব্যক্তিত্বের নানা দিককে উন্মোচিত করতে পারে।
advertisement

চোখ ফাঁকি দিতে পারে এমন ছবি মাঝে মাঝেই ভাইরাল হয়ে পড়ে। এই ছবিতে সাদা মার্কার দিয়ে কালো পাতায় স্কেচ করা হয়েছে। এই স্কেচটি এমনভাবে তৈরি করা হয়েছে, আপনি যদি মনোযোগ সহকারে দেখেন তবে বুঝতে পারবেন যে এই স্কেচটি আসলে একটি নয়, দু’টি প্রাণির। কিন্তু প্রথম দর্শনেই এই দুইয়ের মধ্যে কোন প্রাণিটি আপনি দেখলেন?

advertisement

আরও পড়ুন- "বড় করে মানুষের সেবা করতে" রাজনীতিতে যোগ দিতে ইচ্ছুক সনিয়ার জামাই রবার্ট বঢরা!

খরগোশ নাকি হাঁস?

মনোবিজ্ঞানী রিচার্ড উইজম্যানের এই পরীক্ষা আজকের নয়, বহু বছর ধরে মানুষকে পরীক্ষা করে আসছে এই অপটিক্যাল ইলিউশন। এই পরীক্ষার ছবিতে তৈরি স্কেচ দেখে, কোন প্রাণিটি আপনার চোখে প্রথম ধরা পড়ছে তা জানতে হবে। ছবিতে একটি হাঁস এবং অন্যটি খরগোশ। র‍্যাবিট-ডাক ইলিউশনে আপনি প্রথমে যা দেখবেন তা আপনাকে আপনার ব্যক্তিত্ব সম্পর্কে বিশেষ তথ্য দেবে।

advertisement

উত্তরটা কী?

রিচার্ড উইজম্যানের এই পরীক্ষা অনুসারে, এমন অনেক মানুষই আছেন যারা সহজেই খরগোশ এবং হাঁস দু’টিকেই একসঙ্গে দেখতে পেয়েছেন। ফলাফল অনুযায়ী, যারা দু’টিই একসঙ্গে দেখতে পান তাঁরা স্বভাবে সৃজনশীল। তাঁদের ভিতরে আলাদা কিছু রয়েছে, যা তাঁদের অন্য মানুষ থেকে পৃথক করে।

advertisement

আরও পড়ুন- হাসপাতালে হাহাকার! শ্রীলঙ্কায় নেই জীবনদায়ী ওষুধ, বন্ধ হয়ে যাচ্ছে অস্ত্রোপচারও

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

আপনি যদি প্রথমে একটি প্রাণিকেই দেখতে পান এবং তারপরে অবিলম্বেই অন্যটির দিকে আপনার দৃষ্টি আকর্ষিত হয় তবে জানবেন আপনার যুক্তিবোধ রয়েছে। আপনি যদি পাতাটি উপরে-নীচে কাত করে বা মাথা হেলিয়ে তারপর বিষয়টি ধরতে পারেন তবে আপনি সৃজনশীল ঠিকই, তবে ততটাও নন।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Optical Illusion: কোন প্রাণি প্রথম চোখে পড়ছে এই ছবিতে? জানুন জীবনের কোন পর্যায়ে দাঁড়িয়ে রয়েছেন আপনি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল