আরও পড়ুন- বিশ্বের বিরলতম এই কালো তরমুজ বিক্রি হয় নিলামে, কত দামে জানেন?
যিনি ভিডিওটি শেয়ার করেছেন তিনি জানান, আসলে আমরা আমাদের চোখকে খুব বিশ্বাস করি। তাই আমরা যা দেখি তাই বিশ্বাস করতে শুরু করি। আমরা যা দেখেছি তা ছাড়াও ছবিটির অন্য কোনও দিক থাকতে পারে, কিন্তু তা আমরা ভাবি না। কেউ ভাবালে তখন মনে হয়, ঠিকই তো এমনটাও সম্ভব। আসলে আমাদের চোখও নানা কিছু ফাঁকি দিতে পারে। যেমন এই ছবি, যেখানে সবাই দু’টি কুমিরের মাথা দেখছে।
advertisement
আরও পড়ুন- এই গ্রামের মানুষদের রান্নাঘর এক দেশে, শোয়ার ঘর অন্য দেশে! ছবিতে ভারতের আজব গ্রাম
দু’টি কুমির একে অপরের নাকে স্পর্শ করে আছে
ছবিতে আপনি যদি দু’টি কুমিরকে মুখোমুখি মুখোমুখি দেখতে পান বুঝবেন আপনি হলেন তেমন ব্যক্তি যিনি সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখেন এবং প্রতিটি পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণ করতে জানেন। সবকিছু পরিচালনা করার ক্ষমতা রয়েছে আপনার। যে কোনও কাজের দায়িত্ব নিতেও পছন্দ করেন আপনি।
উড়ন্ত পাখি
যে ব্যক্তিরা ছবিতে প্রথম পাখি লক্ষ্য করেন তারা অন্য কারও নির্দেশ অনুসরণ কর কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এই ধরনের মানুষ ভালো অনুসরণকারী হয়ে থাকেন। ছবিটি সত্যিই কঠিন বিভ্রম তৈরি করে। চোখ ও মস্তিষ্কের দ্বন্দ্বকে বহুগুণে বাড়িয়ে দেয়। এই কারণেই অপটিক্যাল ইলিউশন ব্যক্তিত্ব পরীক্ষায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়।