TRENDING:

Viral Optical Illusion: গাছের আড়ালে লুকিয়ে মোট ক'টি প্রাণী? ক্ষুরধার বুদ্ধি হলে তবেই মিলবে উত্তর

Last Updated:

Spot Hidden Animals: পাতাবিহীন গাছের এই ছবিতে ভালো করে লক্ষ্য করুন তার শাখা-প্রশাখা এবং কাণ্ড।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Optical Illusion: অপটিক্যাল ইলিউশন মানেই মস্তিষ্কের পরীক্ষা, ধৈর্য্যের পরীক্ষা। যা চোখে পড়ছে তারও অধিক কোনও কিছুতে খুঁজতে চাওয়ার চেষ্টা মানুষের মনের অন্দরকেও অনেকখানি স্বচ্ছ করে দেয়। লুকানো প্রাণীদের এমন অপটিক্যাল ইলিউশন ছবিগুলি মাথা খারাপ করার জন্য যথেষ্ট, আরও বেশি সংখ্যক প্রাণীর সন্ধানে চোখ আর মাথা দুই ব্যস্ত হয়ে পড়ে। এই ধরনের একটি ভাইরাল অপটিক্যাল ইলিউশন হল নীচের ছবটি। মানুষের মস্তিষ্ক এবং পর্যবেক্ষণ দক্ষতা পরীক্ষার গুরুত্বপূর্ণ উদাহরণ এই ছবি।
Viral Optical Illusion
Viral Optical Illusion
advertisement

আপাতদৃষ্টিতে সাধারণ কালো এবং সাদা গাছের স্কেচ নেটিজেনদের বিভ্রান্ত করেছে। প্রথম নজরে যা গাছের একটি মৌলিক চিত্র বলে মনে হচ্ছে তা বাস্তবে গাছের কাণ্ড এবং শাখার মধ্যে লুকিয়ে থাকা নানান প্রাণীর সংসার।

আরও পড়ুন- চিকেন শাওয়ারমাতে মিলল শিগেলা ও সালমোনেলা ব্যাকটেরিয়া! বিষক্রিয়া এড়াতে সতর্ক হন!

এই হল সেই ভাইরাল অপটিক্যাল ইলিউশন ছবি।

advertisement

Viral Optical Illusion

আপনি মোট কতগুলি প্রাণী দেখতে পাচ্ছেন এই ছবিতে?

পাতাবিহীন গাছের এই ছবিতে ভালো করে লক্ষ্য করুন তার শাখা-প্রশাখা এবং কাণ্ড। গাছের শাখা প্রশাখার বাঁক ধরে খুঁজতে থাকুন, দেখবেন লুকিয়ে আছে বিভিন্ন জন্তু।

উত্তর সহ অপটিক্যাল ইলিউশন ছবিটি দেখে নিন এবার।

advertisement

আরও পড়ুন- চমকপ্রদ! ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের সেনাদের কঙ্কাল উদ্ধার ২০২২-এ এই রাজ্যে!

ভাইরাল হওয়া এই অপটিক্যাল ইলিউশনে মোট আটটি প্রাণী লুকনো রয়েছে। তিনটি খুঁজে পাবেন ছবিটির বাঁ পাশে, দু’টি প্রাণী রয়েছে ঠিক মাঝখানে এবং তিনটি ডান পাশে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জলাশয়ে দেশীয় মাছের শত্রুর হানা! খেয়ে সাবাড় করে দিচ্ছে সমস্ত কিছু
আরও দেখুন

আপনি কতগুলো প্রাণী খুঁজে পেয়েছেন এই ছবিতে? এই অপটিক্যাল ইলিউশনটি নির্দ্বিধায় আকর্ষণীয়, তাই আপনার বন্ধু বা পরিবারের মানুষের সঙ্গেও ভাগ করে নিতে পারেন এই ছবি। দেখুন তো তারা কতগুলি প্রাণী খুঁজে পান৷

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Optical Illusion: গাছের আড়ালে লুকিয়ে মোট ক'টি প্রাণী? ক্ষুরধার বুদ্ধি হলে তবেই মিলবে উত্তর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল