আপাতদৃষ্টিতে সাধারণ কালো এবং সাদা গাছের স্কেচ নেটিজেনদের বিভ্রান্ত করেছে। প্রথম নজরে যা গাছের একটি মৌলিক চিত্র বলে মনে হচ্ছে তা বাস্তবে গাছের কাণ্ড এবং শাখার মধ্যে লুকিয়ে থাকা নানান প্রাণীর সংসার।
আরও পড়ুন- চিকেন শাওয়ারমাতে মিলল শিগেলা ও সালমোনেলা ব্যাকটেরিয়া! বিষক্রিয়া এড়াতে সতর্ক হন!
এই হল সেই ভাইরাল অপটিক্যাল ইলিউশন ছবি।
advertisement
আপনি মোট কতগুলি প্রাণী দেখতে পাচ্ছেন এই ছবিতে?
পাতাবিহীন গাছের এই ছবিতে ভালো করে লক্ষ্য করুন তার শাখা-প্রশাখা এবং কাণ্ড। গাছের শাখা প্রশাখার বাঁক ধরে খুঁজতে থাকুন, দেখবেন লুকিয়ে আছে বিভিন্ন জন্তু।
উত্তর সহ অপটিক্যাল ইলিউশন ছবিটি দেখে নিন এবার।
আরও পড়ুন- চমকপ্রদ! ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের সেনাদের কঙ্কাল উদ্ধার ২০২২-এ এই রাজ্যে!
ভাইরাল হওয়া এই অপটিক্যাল ইলিউশনে মোট আটটি প্রাণী লুকনো রয়েছে। তিনটি খুঁজে পাবেন ছবিটির বাঁ পাশে, দু’টি প্রাণী রয়েছে ঠিক মাঝখানে এবং তিনটি ডান পাশে।
আপনি কতগুলো প্রাণী খুঁজে পেয়েছেন এই ছবিতে? এই অপটিক্যাল ইলিউশনটি নির্দ্বিধায় আকর্ষণীয়, তাই আপনার বন্ধু বা পরিবারের মানুষের সঙ্গেও ভাগ করে নিতে পারেন এই ছবি। দেখুন তো তারা কতগুলি প্রাণী খুঁজে পান৷