এগুলি খুঁজে বার করতে পারলে বা সমাধান করতে পারলেই বোঝা যায় যে, মানুষটির বুদ্ধির জোর এবং আইকিউ কতটা! এখানেই শেষ নয়, অপটিক্যাল ইলিউশনের ধাঁধার সমাধান করার ধরন থেকে বোঝা যায় মানুষের চারিত্রিক দোষ-গুণও। এমনকী জানা যায়, তাঁর মধ্যে থাকা নানা ধরনের বৈশিষ্ট্যও!
advertisement
সম্প্রতি এমনই এক ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে বিভিন্ন রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বার করব আমরা! এই ছবিতে কী আছে, সেটাই দেখে নেওয়া যাক।
ছবিটিতে দেখা যাচ্ছে বিশাল গোলাপ ফুলের বাগান। লাল-গোলাপি-ঘন লাল রঙের গোলাপের সংখ্যাই বেশি। তবে মাঝে কয়েকটা সাদা গোলাপও উঁকি মারছে। বাগানে ঘুরে বেড়াচ্ছে কয়েকটা প্রাণীও। কিন্তু এই বাগানেই লুকিয়ে রয়েছে তিনটি হার্ট। সেই গোপন ৩টি হার্টকে মাত্র ১৩ সেকেন্ডে খুঁজে বার করাটাই আজকের চ্যালেঞ্জ!
চ্যালেঞ্জটা কিন্তু বেশ কঠিন। কারণ এখানে বাগানের সবুজ ঘাস আর সারি সারি লাল গোলাপ চোখ একেবারে ধাঁধিয়ে দিচ্ছে। চ্যালেঞ্জটা তাহলে একবার নিয়েই দেখা যাক। সময় নিয়ে ভাল করে খুঁটিয়ে লক্ষ্য করতে হবে। কিন্তু তাতেও সহজে পাওয়া যাবে না হার্ট বা হৃদয়ের হদিশ। সময় তো প্রায় ফুরিয়েই এল। পাওয়া কি গেল? যাঁরা নির্দিষ্ট সময়ের মধ্যে খুঁজে বার করতে পেরেছেন, তাঁদের দৃষ্টিশক্তির সত্যিই জবাব নেই। আর যাঁরা পাননি, তাঁদের মুশকিল আসানের জন্য তো আমরা রয়েছিই!
এবার ছবির উপরের দিকে বাম পাশ ঘেঁষে চোখ রাখা যাক। একটি গোলাপ ফুলের বৃন্তে রয়েছে একটি পাতা এবং অন্যটি হল হার্ট। আবার উপরের দিকে ডান পাশ ঘেঁষে লক্ষ্য করা যাক। গোলাপ ফুলের মধ্যেই পাওয়া যাবে আর একটি হার্ট। এবার একেবারে নিচের দিকে আসা যাক। লাল আর গোলাপি জোড়া গোলাপের মাঝেই দেখা মিলবে তৃতীয় হার্টের।