ভ্যাঙ্কুভারের মেকআপ শিল্পী, মিমি চোই নিজের মুখে এক উদ্ভট অপটিক্যাল ইলিউশন তৈরি করেছেন যাতে হতবাক নেটিজেনরা। শিল্পী হিসেবে নিজের মুখকে ক্যানভাস রূপে ব্যবহার করার জন্য সুপরিচিত মিমি। তবে তাঁর মেকআপের এই সৃজনশীল বিভ্রম সবকিছুকে ছাপিয়ে গিয়েছে।
এই অপটিক্যাল ইলিউশনে তাঁর মুখে আঁকা একাধিক চোখ, ঠোঁট, কান এবং নাক। বলুন দেখি, সত্যিকারের চোখ, নাক এবং ঠোঁট আসলে কোনগুলি? পারছেন না তো? চিন্তা করবেন না, আপনি একা নন। ছবিটি হাজার হাজার মানুষকে এমনই স্তম্ভিত করেছে।
advertisement
আরও পড়ুন- বইয়ের গন্ধ শুঁকতে ভালোবাসেন! ইংরেজিতে আপনার এই অভ্যাসকে কী বলে জানেন?
এই হল তাঁর পোস্ট!
“এটা মেকআপ। বিশ্বাস করুন আমারই মাথা ঘুরে গেছে৷ ২০১৫-২০১৬ সালে আমার করা পুরনো অপটিক্যাল ইলিউশনগুলো আবার তৈরি করতে চেয়েছিলাম এটা দেখতে যে আমার কাজের কতটা বিবর্তন হয়েছে,” ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনে লিখেছেন মিমি চোই৷
আরও পড়ুন- কেন পটল তোলা মানেই মারা যাওয়া? মৃত্যুর সঙ্গে কী সম্পর্ক এই নিরীহ সবজির?
আরেকটি ইনস্টাগ্রাম পোস্টে, দেখে মনে হবে ঠোঁটের উপর লিপস্টিক লাগাচ্ছেন মিমি। আসলে ঠোঁট নয়, মিমির বন্ধ চোখের পাতা।
মিমি চোইয়ের বেশিরভাগ মাস্টারপিসই রাতের ঘুম কেড়ে নেবে। অপটিক্যাল ইলিউশনকে শিল্পে রূপান্ততির করতে তাঁর স্বতন্ত্র শৈল্পিক দক্ষতা ব্যবহার করেন মিমি।