আরও পড়ুন: দেখুন তো, ছবিটিতে প্রথমে কাকে দেখছেন? এর মাধ্যমেই জানা যাবে আপনার মস্তিষ্কের বয়স
এই ছবিতে দেখা যাচ্ছে, এক বয়স্ক ভদ্রলোক একটি খামারবাড়ির সামনে দাঁড়িয়ে আছেন। কাউকে যেন খুঁজছেন। পরনে স্যুট। হাতে একটি লাঠি। অনেকক্ষণ ধরে ক্ষেতে কাজ করার পর এবার তিনি বাড়ি ফিরবেন। কিন্তু স্ত্রীকে খুঁজে পাচ্ছেন না।
advertisement
আপনাদের কাজ হল, এই বয়স্ক ভদ্রলোকের স্ত্রীকে খুঁজে বার করা। যিনি এই ছবিতেই উপস্থিত। কিন্তু হুট করে খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু ১০ সেকেন্ডে খুঁজে বার করতেই হবে। আর সেখানেই মজা।
ছবিটিকে দু’ভাগে ভাগ করুন। যাতে কোনও উপাদান চোখ এড়িয়ে না যায়। তার পর গোটা ছবির প্রান্তরেখাগুলি ভাল করে দেখুন। প্রান্তরেখাগুলি মিলিয়ে মিলিয়ে দেখলে এক জায়গায় মহিলার মুখের অবয়ব খুঁজে পাবেন। সেই হলেন ভদ্রলোকের স্ত্রী।
এখনও খুঁজে পেলেন না? তাহলে শেষ সূত্রটি দেওয়া যাক। ভদ্রলোকের ডান পাশের ঝোপের দিকে তাকান। এবার পেলেন তো?