এখানেই শেষ নয়৷ নেটিজেনদের নজর কেড়েছে বিজ্ঞাপনের এক বিশেষ অংশ৷ সেখানে বলা হয়েছে ‘সফ্টওয়্যার ইঞ্জিনিয়াররা অনুগ্রহ করে যোগাযোগ করবেন না৷’ সামাজিক মাধ্যমে শেয়ার করে রসিক নেটিজেনের মন্তব্য, ‘তথ্যপ্রযুক্তির ভবিষ্যৎ খুব একটা সুখকর নয়৷’ এসেছে বিরূপ প্রতিক্রিয়াও৷
আরও পড়ুন : সুতির চাদরের বিছানায় ঘুমোন, রেহাই পান একাধিক সমস্যা থেকে
advertisement
আরও পড়ুন : সদা কর্মব্যস্ত প্রধানমন্ত্রীর জন্মদিনে রইল তাঁর ফিটনেস রহস্য
এক নেটিজেনের মন্তব্য, হতাশ হওয়ার কিছু নেই৷ ইঞ্জিনিয়াররা বিজ্ঞাপনের উপর নির্ভর করেন না৷ তাঁরা নিজেরাই খুঁজে নেন জীবনের সব কিছু৷ একইরকম প্রতিক্রিয়া আর একজনের কথাতেও৷ তাঁর মন্তব্য, সফ্টওয়্যার ইঞ্জিনিয়াররা সব কিছু অনলাইনেই খুঁজে নেন৷ অনেকে আবার কিছুটা সিরিয়াস হয়ে এনেছেন বিশ্বায়নের প্রসঙ্গও৷ তবে মন্তব্যের মধ্যেও নজর কেড়ে নিয়েছে এক সুরসিক নেটিজেনের মন্তব্য৷ তাঁর জিজ্ঞাসা, ‘‘সফ্টওয়্যার ইঞ্জিনিয়াররা নয় যোগাযোগ করতে পারবেন না, মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা পারবেন কি?’’