ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, মেট্রোতে বসে রয়েছে এক ব্যক্তি। তার সামনে রাখা একটি ট্রলি ব্যাগ। হঠাৎই জামা-প্যান্ট খুলতে শুরু করেন ওই ব্যক্তি। এমন দৃশ্য দেখে হকচকিয়ে যান মেট্রোর অন্য যাত্রীরা। তখনও তারা বুঝে উঠতে পারছেন না ওই ব্যক্তির উদ্দেশ্যটা কী? এর পর নিজের সামনে ট্রলি ব্যাগ খোলেন অর্ধনগ্ন শুধুমাত্র অন্তর্বাস পড়া ওই ব্যক্তি। ট্রলির ভিতরপ দেখা যায় স্নান করার মত যাবতীয় সামগ্রী রয়েছে। যুবকের ট্রলি ব্যাগে হাজির ছিল তরল সাবান এবং গা ঘষার স্পঞ্জ সহ ইত্যাদি, ইত্যাদি।
advertisement
এছাড়াও যুবকের সঙ্গে ছিল একটি জলের জার। সেই জল ট্রলি ব্যাগের মধ্যে ঢালেন। এবং ট্রলির মধ্যে দাঁড়িয়ে স্নান করতে শুরু করেন। স্পঞ্জ জলে ভিজিয়ে তা সারা শরীরে দেন। শুধু তাই নয়, রীতিমত সাবান মেখে আমেজের সঙ্গে স্নান করেন তিনি। মেট্রোর বগিতে না ওই ব্যক্তির বাড়ির বাথরুমে বসে রয়েছেন অন্যান্য যাত্রীরা তখন তা বোঝা দায়। স্নান শেষে সারা শরীর মুছে আবার রীতিমত জামা-প্যান্ট পরে ফের বাবু হয়ে যান ওই ব্যক্তি। এমন অদ্ভূত বিষয় ঘটতে দেখে হাসি চেপে রাখতে পারেননি অনেক যাত্রীই।
আরও পড়ুনঃ Viral News: হানিমুনে শাশুড়ির সঙ্গে মিলন জামাইয়ের, বউ জানার পর যা ঘটেছিল
আরও পড়ুনঃ জনসংখ্যা মাত্র ২৭, পতাকা-রাজধানী-পাসপোর্ট-মুদ্রা রয়েছে সব, পৃথিবীর সবথেকে ছোট দেশ!
তবে চলন্ত মেট্রোতে স্নান করার ঘটনাটি দিল্লির মেট্রোতে নয়। এমনকী দেশেও নয়। এই ঘটনাটি ঘটেছে মার্কিন মুলুকে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেট্রোতে এই কাণ্ড ঘটিয়েছেন ওই ব্যক্তি। যেই ভিডিও এখন ভাইরাল বিশ্ব জুড়ে। তবে শুধু মাত্র ভাইরাল হওয়ার জন্য এমন কাণ্ড না অফিসের যাওয়ার তাড়ার সময় বাঁচাতে মেট্রোতে স্নাস সেরে নেওয়ার টিপস দিতে এমন কাণ্ড, তা অবশ্য জানা যায়নি।