সুইস মিনি গান (Swiss Mini Gun) দুনিয়ার সবচেয়ে ছোট রিভলভার৷ এই রিভলভার দেখতে খুব ছোট হলেও এটা বন্দুকের কাজই করে৷ গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নামও রয়েছে৷ বন্দুক ৫.৫ সেন্টিমিটার, আবার ৩.৫ সেন্টিমিটার উঁচু এবং ১ সেন্টিমিটার চওড়া৷ এর ওজন মাত্র ১৯.৮ গ্রাম৷ এই বন্দুক লুকনো কোনও ব্যাপার নয়৷ এই দিয়ে যা খুশি করা যায়৷ যার জন্য আমেরিকা ও ব্রিটেন এই বন্দুক আমদানি করাও নিষিদ্ধ৷ একদম খুদে এই বন্দুকের সব ফিচার্স একেবারে বড় বন্দুকের মতোই৷ এই বন্দুক বানানোর জন্য সুইস ওয়াচ মেকিং এবং জুয়েলারি ইন্ডাস্ট্রির ব্যবহার হয়৷
advertisement
রিভলভার C1ST স্টেনলেস স্টিল মডেল এবং স্টাইলিশ লেদার হোল্ডারও পাওয়া যায়৷ এরইসঙ্গে ২৪ লাইভ এবং ২৪ ব্ল্যাক কার্টিজও দেখা যাচ্ছে৷ বন্দুকটি রিংয়ের সাহায্যে বেল্টে আটকানো যেতে পারে৷ এর দামের কথায় আসা যাক৷ এই খুদেতম বন্দুকের দাম ৫ লক্ষ টাকা৷ এই বন্দুক সোনার একটা ভার্সনেও পাওয়া যায়৷ এর পাওয়ার ১ জুলের থেকে কম৷
যারা এই বন্দুক বানান তাঁরা জানিয়েছেন এই বন্দুক বানানো খুবই কঠিন৷ যদি এই বন্দুক দিয়ে শরীরের সবচেয়ে নরম অংশের একদম কাছে গিয়ে একেবারে বন্দুক চালান তাহলে ঘায়েল করতে পারে৷ খুব কম ক্ষেত্রেই এই বন্দুকের গুলির ঘায়ে কারোর মৃত্যু হতে পারে৷ এই বন্দুক সকলের কাছেই আশ্চর্যের বিষয়৷