আরও পড়ুন– ছাগল প্রসব করল দুটি বাছুর; অলৌকিক এই ঘটনা দেখে শুরু হয়েছে পূজা-অর্চনা
The Mirror-এর প্রতিবেদন অনুযায়ী ওই মহিলা জানিয়েছেন, ‘‘বাড়িটি তৈরি হয়েছিল প্রায় ৬০ বছর আগে। সম্প্রতি আমরা এটি কিনেছি এবং সংস্কার করেছি। পরিষ্কার করার সময় গোপন দরজা দেখে আমরা চমকে উঠলাম। সেটি খুললে ভেতরে একটি সিলভার রঙের স্যুটকেস দেখা যায়। প্রথম দিকে মনে হয়েছিল এটা খুবই মূল্যবান, তাই হয়তো বাড়িওয়ালা লুকিয়ে রেখেছিলেন এবং সঙ্গে নিতে ভুলে গিয়েছেন। আমরা আরও অনুসন্ধান করার চেষ্টা করলে জানতে পারি যে এটি রিমোওয়া ব্র্যান্ডের। গুগল করে জানা গেল যা Louis Vuitton-র। এটা দেখে খুব খুশি হলাম এবং ইবেতে বিক্রি করার চিন্তা শুরু করলাম। কারণ এটি বিক্রি করে অবশ্যই প্রায় ২.১০ লাখ মতো টাকা পাওয়া যাবে।’’
advertisement
বাস্তবতা আরও বিস্ময়কর –
কিন্তু, পরে যে সত্যটা বেরিয়ে এসেছে তা আরও অবাক করার মতো। মিররের প্রতিবেদনে অনুযায়ী ওই মহিলা জানিয়েছেন, ‘‘এই স্যুটকেস খোলার সঙ্গে সঙ্গে আমরা সবাই ঘাবড়ে গেলাম। এতে কোনও লাশ ছিল না, কোনও ভয়ানক গন্ধ ছিল না, এমনকি মাছিও না। কিন্তু, এমন একটা ঘটনা ঘটল যে সবাই ভয় পেয়ে গেলাম। স্যুটকেসের ভিতর একটা পুরনো ভীতিকর পুতুল বাঁধা ছিল। প্রথমে আমি ভেবেছিলাম এটি সংগ্রহ করার মতো কিছু একটা। কিন্তু, একটা প্রশ্ন আমাকে বার বার অবাক করছল যে পুতুলটা কেন বাঁধা ছিল?’’
আরও পড়ুন- এই ব্যক্তি না থাকলে আজ বৈষ্ণোদেবীর মন্দির পাকিস্তানের দখলে থাকত, ‘নওশেরার সিংহ’-কে চেনেন?
লোকে বলল – এখনই বাড়ি থেকে পালিয়ে যাও –
মহিলাটি যখন লোকদের জিজ্ঞাসা করেছিলেন কী করা উচিত, বেশিরভাগ লোকের উত্তর ছিল – “একজন সাইকিককে কল করুন। এটি অবশ্যই একটি ভুতুড়ে পুতুল”। একজন টিকটকার লিখেছেন, “আপনার সেই মহিলাকে খুঁজে পাওয়া উচিত যিনি ভুতুড়ে পুতুল সংগ্রহ করেন। শুধুমাত্র তিনিই এর আসল রহস্য বলতে পারবেন”। আরেকজন আবার মন্তব্য করেছেন, “পুতুলটা কেন বেঁধে রাখা হল, কেন একটা তালার পিছনে দুটো স্যুটকেস রাখা হল্, এটি একটি খুব গুরুতর প্রশ্ন, হয় পুরনো বাড়িওয়ালা এর উত্তর দিতে পারেন বা কোনও তান্ত্রিক”। যাই হোক, মহিলা শেষ পর্যন্ত কী করলেন ওই পুতুল আর বাক্স নিয়ে, তার উত্তর মেলেনি এখনও পর্যন্ত।
আরও খবর পড়তে ফলো করুন