TRENDING:

Viral News: হরমোনের সমস্যা, তবে আশা ছাড়েননি... মুখ ভর্তি দাড়ি নিয়ে জীবনসঙ্গী খুঁজছেন এই মহিলা!

Last Updated:

Woman with beard: শুরুতে মা তাঁকে ফেসিয়াল ওয়্যাক্সিং করার জন্য পার্লারে নিয়ে যেতেন। ওই অল্প বয়সে মুখে ওয়্যাক্স করার যন্ত্রণা নিয়ে হরনাম একদিন সিদ্ধান্ত নেন যে তিনি কখনই আর ওয়াক্স করাবেন না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন: বর্তমানেই কেবল নয়, ঘন চুল-দাড়ির জনপ্রিয়তা সবসময়ই বেশি। অভিনেতাদের মুখে ঘন দাড়িগোঁফ দেখে অনুপ্রাণিত হয়ে অনেক তরুণরাও কম বয়সেই দাড়ি রাখার বিষয়ে শৌখিন হয়ে ওঠেন। কিন্তু কখনও কি কোনও মেয়েকে কেউ দাড়ি রাখতে দেখেছেন? প্রশ্নটা পড়ে বিরক্ত লাগলেও ইংল্যান্ডে বসবাসকারী এক মহিলা তাঁর লম্বা দাড়ির জন্য বেশ বিখ্যাত (Girl growing beard)। তিনি এখন মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন, কিন্তু তাকে যে পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে সে বিষয়ে অনেকেই ওয়াকিবহাল নন (Woman with beard)।
হরমোনের সমস্যা, তবে আশা ছাড়েননি... মুখ ভর্তি দাড়ি নিয়ে জীবনসঙ্গী খুঁজছেন এই মহিলা! (Photo:Instagram/@harnaamkaur)
হরমোনের সমস্যা, তবে আশা ছাড়েননি... মুখ ভর্তি দাড়ি নিয়ে জীবনসঙ্গী খুঁজছেন এই মহিলা! (Photo:Instagram/@harnaamkaur)
advertisement

আরও পড়ুন-Viral News: মার্কশিটে ১ নম্বর বাড়াতে ৩ বছর লড়াই করেছিলেন যুবক, বোর্ড না মানায় আদালতে গিয়ে বাড়ল ২৮ নম্বর !

ইংল্যান্ডে বসবাসকারী ৩১ বছর বয়সী হরনাম কৌর (Harnaam Kaur) এখন সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে উঠেছেন। ইনস্টাগ্রামে তাঁকে ১ লাখেরও বেশি মানুষ অনুসরণ করেন। সম্প্রতি, মিরর ওয়েবসাইটের সঙ্গে কথা বলার সময়, হরনাম তাঁর জীবন সম্পর্কে খোলামেলা আলোচনা করেছেন এবং বলেছেন কীভাবে হরমোনের ভারসাম্যহীনতার কারণে মহিলাদের দাড়ি গজায়। হরনামের বয়স যখন ১১ বছর তখন তাঁর ঘাড়ে ও চিবুকে চুল বাড়তে শুরু করে। ১২ বছর বয়সে তাঁকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলে জানা যায় তাঁর পলিসিস্টিক ওভারি সিনড্রোম রয়েছে।

advertisement

PCOS মহিলাদের হরমোনের স্তরে একটি বড় পার্থক্য তৈরি করে। এর প্রধান লক্ষণ হল অনিয়মিত ঋতুচক্র, মুখে চুল গজানো এবং গর্ভধারণে সমস্যা ইত্যাদি। শুরুতে মা তাঁকে ফেসিয়াল ওয়্যাক্সিং করার জন্য পার্লারে নিয়ে যেতেন। ওই অল্প বয়সে মুখে ওয়্যাক্স করার যন্ত্রণা নিয়ে হরনাম একদিন সিদ্ধান্ত নেন যে তিনি কখনই আর ওয়াক্স করাবেন না।

advertisement

আরও পড়ুন-কোভিড-ক্লান্তি থেকে মুক্তি মিলবে সহজেই, সঙ্গে থাক এসেনসিয়ান অয়েল!

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এরপর থেকে তার স্কুলের বন্ধুরা তাঁকে উত্যক্ত করতে থাকেন। এ কারণে মানসিক ভাবেও ভেঙে পড়েছিলেন হরনাম (Harnaam Kaur)। সবচেয়ে বড় সমস্যা দেখা দেয় জীবনসঙ্গী খুঁজে পাওয়া নিয়ে। হরনাম বলেছিলেন যে ডেটিং করতে গিয়ে তিনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন কারণ কেউই তাকে এইভাবে গ্রহণ করতে রাজি নন। যখন তাঁর বয়স ২১ বছর, তখন ভারতনিবাসী একটি ছেলের সঙ্গে তাঁর সম্পর্ক স্থির হয়, ছেলেটি তাঁর দাড়ি নিয়ে প্রশ্ন না করলেও অন্যান্য আপত্তিকর প্রশ্ন করতে শুরু করে, যার কারণে বিয়ের ২ মাস আগে হরনাম সম্পর্ক ভেঙে দেন। হরনাম বলেছিলেন যে তিনি এমন অনেক লোকের সঙ্গে দেখা করেছেন যাঁরা তাঁদের খামখেয়ালিপনার কারণে তাঁর মতো দাড়িওয়ালা মহিলার সঙ্গে ঘনিষ্ঠ হতে চেয়েছিলেন। তবে হরনাম আশা ছাড়েননি, এত কিছুর পরেও, সব কিছু মেনে নিয়েই তাঁকে গ্রহণ করবেন এমন একজন সঙ্গী খুঁজছেন তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: হরমোনের সমস্যা, তবে আশা ছাড়েননি... মুখ ভর্তি দাড়ি নিয়ে জীবনসঙ্গী খুঁজছেন এই মহিলা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল