আসলে, ওই মহিলাটি তাঁর প্রেমিকের বিশ্বাসের পরীক্ষা নিচ্ছিলেন। আগে থাকতেই মহিলা তাঁর প্রেমিককে মেসেজ করে জানিয়েছিলেন যাতে তাঁর সঙ্গে কিছু মজা করতে পারেন। কিন্তু সর্বনাশ বাঁধে ওখানেই। কৌতুকই কাল হল। মহিলাটি মজা করতে করতেই তাঁর পার্টনারকে অভিযুক্ত করেন এই বলে যে, ‘‘তোমার ব্যাপারে সব কথাই আমি জানতে পেরেছি। তুমি আমার বিশ্বাস নিয়ে খেলা করছ।’’ ওই মহিলা ভেবেছিলেন প্রথমে সামান্য ক্ষমা প্রার্থনা, তারপর হাসি আনন্দের মধ্য দিয়ে এবারে তাঁর পার্টনার তাঁর কাছে ক্ষমা চাইবেন। কিন্তু ঘটল ঠিক উল্টো। ক্ষমা চাওয়ার পরিবর্তে তিনি এমন উত্তর পেলেন যা শুনে চমকে উঠেছিলেন ওই মহিলা।
advertisement
ওই মহিলার পার্টনার তাঁকে জিজ্ঞেস করেন তিনি আসল ঘটনা জানতে পেরেছেন কি না। পার্টনারের আরও দাবি, মাত্র একটি রাতের জন্য ভুল করেছিলেন তিনি। এই মেসেজ পড়ে যারপরনাই অবাক হন ওই মহিলা। তিনি কখনওই ভাবতে পারেননি যে তাঁর প্রেমিক এভাবে তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারেন। এই মর্মবিদারক ঘটনার পরে ঘটনার একটি ভিডিও শেয়ার করেছেন ওই মহিলা। নিজের দোষের কথা স্বীকার করার পর আপাতত পার্টনারের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন মহিলা।
যদিও ওই মহিলার প্রেমিক স্বীকার করেছেন যে তিনিও আসলে তাঁর বান্ধবীর সঙ্গে মজা করেছেন। এটি পড়ে সাময়িক ভাবে স্বস্তি বোধ করেন ওই মহিলা। এই পুরো কথাবার্তার ভিডিওটি টিকটকে (TikTok) তাঁর বন্ধুদের সঙ্গে শেয়ার করেছেন ওই মহিলা। অনেকেই এই নিয়ে বিরূপ মন্তব্য করলেও অনেকেই আবার ওই মহিলার পাশে দাঁড়িয়ে তাঁকে সাহস জুগিয়েছেন।