দক্ষিণ বেঙ্গালুরুর গিরিনগর অভালাহল্লিতে ঘটেছে এই ঘটনা। সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রতিবেশী ওই গৃহবধূর অভিযোগের বিরুদ্ধে পাল্টা অভিযোগ আনেন নবদম্পতির বাড়িওয়ালাও। তিনি অভিযোগ করেন যে, ভাড়াটে সংক্রান্ত বিষয়ে বরাবরই ওই মহিলা তাঁদের সঙ্গে ঝগড়া করে এসেছেন। মূলত তাঁদের ঘর খালি করানোর জন্য সব সময় চাপ দিতেন প্রতিবেশী ওই মহিলা।
আরও পড়ুন: পোষ্য কুকুর কি টিভির দিকে তাকিয়ে বসে থাকে? সত্যিই কি সে টিভি দেখে? কীসের ইঙ্গিত এটি জানলে চমকে যাবেন
advertisement
ঘটনার কথা জানাজানি হতেই দুই পক্ষই গিরিনগর থানায় পৌঁছয় এবং জানায় যে, তারা বিষয়টা মেটানোর চেষ্টা করেছেন। তবে পুলিশ জানিয়েছিল যে, যেহেতু দুই দিক থেকেই এফআইআর দায়ের করা হয়েছে, তাই অভিযোগকারীদের আদালতে যেতেই হবে। গত ৮ মার্চ, ২০২৪ তারিখে ওই গৃহবধূ এফআইআর দায়ের করে জানান যে, আগের দিন রাত ১০টা ৩০ মিনিট নাগাদ নিজের বাড়ির সদর দরজা খুলেছিলেন তিনি। আর খুলেই দেখেন পাশের বাড়ির ভাড়াটে নবদম্পতি শারীরিক মিলনে মত্ত।
আরও পড়ুন: তিনটি ‘C’ ব্যবহার করে কাটতে হবে ট্রেনের টিকিট, গোটা দেশেই চালু হবে দ্রুত! জানুন
সংবাদমাধ্যমের কাছে আবার অভিযোগকারিণী ওই গৃহবধূ বলেন, “বিষয়টি অত্যন্ত ঘৃণ্য। ফলে ওঁদের জানলা বন্ধ করেই যা করার করতে বলেছিলাম। উল্টে ওই দম্পতি আমায় নিগ্রহ করেন। এমনকী আমায় ধর্ষণ এবং খুন করে ফেলার হুমকিও দিয়েছিলেন তাঁরা।”
ওই গৃহবধূর এফআইআর-এর জবাবে নবদম্পতির বাড়ির মালিকের স্ত্রী-ও দিন দুয়েক পর অর্থাৎ ১০ মার্চ, ২০২৪ তারিখে পাল্টা এফআইআর দায়ের করেন। তাঁর ভাড়াটেদের সঙ্গে সব সময় মনোমালিন্য করার অভিযোগ আনেন ওই গৃহবধূর বিরুদ্ধে। এই ঘটনায় জড়িত সকলে অর্থাৎ নবদম্পতি, তাঁদের বাড়িওয়ালা এবং ওই গৃহবধূ ও তাঁর স্বামীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।