TRENDING:

Viral News: সিনেমাহলে 'দ্য নান টু' দেখে বেরিয়ে এসে পুলিশকে কামড় তরুণীর! শোরগোল শপিং মলে

Last Updated:

Viral News: পুলিশের দল এলে সাব ইন্সপেক্টরের হাতে কামড়ে দেন ওই তরুণী। আরেক পুলিশকে জুতো ছোড়েন বলে অভিযোগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু: এক মারাত্মক কাণ্ড নিয়ে আপাতত শোরগোল পড়েছে বেঙ্গালুরুর কোরমাংলার এক শপিং মলে। ওই মলে রাত সাড়ে দশটার শোয়ে ভূতের সিনেমা দেখতে গিয়েছিলেন এক তরুণী। সিনেমা শেষ হওযার পরও, বহু রাত পর্যন্ত মলেই থেকে গিয়েছিলেন তিনি। রাত আড়াইটে নাগাদ মলের ভিতর তাঁকে দেখতে পেয়েছিলেন কর্মীরা।
দ্য নান টু ছবির দৃশ্য
দ্য নান টু ছবির দৃশ্য
advertisement

তাঁকে অবিলম্বে মল ছাড়তে বলেছিলেন নিরাপত্তা কর্মীরা। কিন্তু তিনি রাজি হননি। রাতের শোয়ে ভূতের ছবি দেখে ভয়-শিহরণ উপভোগ করতে চান অনেকেই। কিন্তু, ২৮ বছরের ওই যুবতীর অ্যাডভেঞ্চারের নেশাটা বোধহয় আরও বেশি ছিল। ওই তরুণীকে মল ছাড়তে বলতেই, পুলিশ আধিকারিককে কামড় এবং শপিং মলের নিরাপত্তারক্ষীদের হেনস্থা করার অভিযোগে ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।

advertisement

আরও পড়ুন: হঠাৎ হঠাৎ চোখের পাতা কেঁপে উঠছে? আপনার মায়োকেমিয়া হয়নি তো! জানুন

পুলিশ সূত্রে খবর, গত ১২ অক্টোবরের ঘটনা। তিনি ওই রাতে শপিং মলে রাত সাড়ে ১০টার শোয়ে একটি সিনেমা দেখতে যান ওই তরুণী। সিনেমার নাম দ্য নান ২। অভিযোগ, ছবি শেষ হওয়ার পরও শপিং মলে ছিলেন ওই তরুণী। সিনেমা শেষে অত রাত পর্যন্ত মলে থাকায় নিরাপত্তারক্ষীরা তরুণীকে জিজ্ঞাসাবাদ করেন। তরুণীকে মল থেকে চলে যাওয়ার জন্য অনুরোধও করেন।

advertisement

আরও পড়ুন: খোসা-সহ আপেল খেলে কী হয়? খোসা ছাড়িয়ে খাওয়া কি উপকারী! জানুন কোনটা খাওয়া ভাল

অভিযোগ, সেই সময় ওই তরুণী নিরাপত্তারক্ষীদের হেনস্থা করেন। তার পরই মল কর্তৃপক্ষের পক্ষ থেকে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশের দল এলে সাব ইন্সপেক্টরের হাতে কামড়ে দেন ওই তরুণী। আরেক পুলিশকে জুতো ছোড়েন বলে অভিযোগ।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: সিনেমাহলে 'দ্য নান টু' দেখে বেরিয়ে এসে পুলিশকে কামড় তরুণীর! শোরগোল শপিং মলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল