তাঁকে অবিলম্বে মল ছাড়তে বলেছিলেন নিরাপত্তা কর্মীরা। কিন্তু তিনি রাজি হননি। রাতের শোয়ে ভূতের ছবি দেখে ভয়-শিহরণ উপভোগ করতে চান অনেকেই। কিন্তু, ২৮ বছরের ওই যুবতীর অ্যাডভেঞ্চারের নেশাটা বোধহয় আরও বেশি ছিল। ওই তরুণীকে মল ছাড়তে বলতেই, পুলিশ আধিকারিককে কামড় এবং শপিং মলের নিরাপত্তারক্ষীদের হেনস্থা করার অভিযোগে ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।
advertisement
আরও পড়ুন: হঠাৎ হঠাৎ চোখের পাতা কেঁপে উঠছে? আপনার মায়োকেমিয়া হয়নি তো! জানুন
পুলিশ সূত্রে খবর, গত ১২ অক্টোবরের ঘটনা। তিনি ওই রাতে শপিং মলে রাত সাড়ে ১০টার শোয়ে একটি সিনেমা দেখতে যান ওই তরুণী। সিনেমার নাম দ্য নান ২। অভিযোগ, ছবি শেষ হওয়ার পরও শপিং মলে ছিলেন ওই তরুণী। সিনেমা শেষে অত রাত পর্যন্ত মলে থাকায় নিরাপত্তারক্ষীরা তরুণীকে জিজ্ঞাসাবাদ করেন। তরুণীকে মল থেকে চলে যাওয়ার জন্য অনুরোধও করেন।
আরও পড়ুন: খোসা-সহ আপেল খেলে কী হয়? খোসা ছাড়িয়ে খাওয়া কি উপকারী! জানুন কোনটা খাওয়া ভাল
অভিযোগ, সেই সময় ওই তরুণী নিরাপত্তারক্ষীদের হেনস্থা করেন। তার পরই মল কর্তৃপক্ষের পক্ষ থেকে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশের দল এলে সাব ইন্সপেক্টরের হাতে কামড়ে দেন ওই তরুণী। আরেক পুলিশকে জুতো ছোড়েন বলে অভিযোগ।