সাধারণত মানুষ পরকীয়া একটু গোপনই রাখতে চান। তাতে সবদিক বজায় থাকে। তবে একদিন সত্য ঠিক বেরিয়ে আসে। সম্প্রতি এমনই এক সত্যের কথা জানতে পেরেছেন এক মহিলা। বাড়ির সিসিটিভি ক্যামেরা থেকে তিনি জানতে পেরেছেন যে তাঁর স্বামীর সঙ্গে অন্য মহিলার সম্পর্ক রয়েছে। আর এটা জানার পরই হতবাক হয়ে যান মহিলা।
advertisement
ডেইলি স্টারের ওয়েবসাইট অনুসারে, সম্প্রতি এক মহিলা টিকটকে (TikTok) একটি ভিডিও শেয়ার করেছেন, যা দেখে সবাই হতবাক। মহিলা তাঁর স্বামীর একটি ভিডিও পোস্ট করেছেন, যাতে স্বামীকে অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাচ্ছে। মহিলা জানিয়েছেন যে তাঁর স্বামী অসুস্থ, তাই তিনি পরিবারের অন্যদের সঙ্গে বেড়াতে যেতে পারেননি। কিন্তু সিসিটিভি-র ভিডিও দেখে তাঁর পায়ের তলায় মাটি সরে গিয়েছে।
সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ভিডিওতে ঠিক কী রয়েছে? ভিডিওতে মহিলার স্বামীকে বাড়ির মূল দরজার সামনে ছোট বারান্দায় দেখা যাচ্ছে। তিনি নিচের রাস্তায় কিছু একটা দেখছেন, হঠাৎই পেছন থেকে ছোট পোশাক পরা এক মহিলা এসে হাজির। দু'জনেই সেখানে কিছুক্ষণ চুম্বনে লিপ্ত হন। এর পর মহিলা আবার চলে যান। দরজায় লাগানো সিসিটিভি ক্যামেরায় ওই চুম্বনের দৃশ্য ধরা পড়েছে।
আরও পড়ুন-দার্জিলিংয়ে তাপমাত্রা নামল ৩.৫ ডিগ্রিতে ! মুগ্ধ পাহাড়ে বেড়াতে আসা পর্যটকরা
সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়া ভিডিওটি মহিলা টিকটকে দেওয়ার পর নিজের স্বামীকে কটূক্তি করেছেন। তিনি বলেছেন যে তাঁর স্বামী এতই বোকা যে বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে চুম্বন করেন অন্য় মহিলাকে। আশ্চর্যজনকভাবে তিনি নিজেই ক্যামেরাটি ইনস্টল করিয়েছিলেন। মহিলা জানিয়েছেন যে বর্তমানে তাঁর সংসার ভেঙে গিয়েছে। স্বামীর সঙ্গে তিনি আর থাকেন না। অনেকেই ভিডিওটিতে কমেন্ট করে তাঁদের মতামত জানিয়েছেন। একজন বলেছেন, এটা ভালো যে আমাদের কাছে এখন এমন প্রযুক্তি পাওয়া যাচ্ছে। অপরজন মন্তব্য করেছেন যে মহিলা তাঁর বাড়ির আবর্জনা (স্বামী) ফেলে দিয়ে ভালোই করেছেন!