প্রশ্নের উত্তর মিটিয়ে দেওয়া যেত এক বা তার বেশি কয়েক কথায়। কিন্তু এই ছেলে সে সবের ধার-কাছ দিয়েও যাননি। তিনি তৈরি করেছেন অনেকগুলো স্লাইডওয়ালা এক পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন তমন্না, “কেন ওঁকেই ডেট করা উচিত জানতে চাওয়ায় আমায় এই পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের লিঙ্ক পাঠালেন”!
advertisement
কী আছে সেই পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনে?
বলা ভাল, কী নেই! হবু সঙ্গী/সঙ্গিনীর সম্পর্কে যা যা জানতে চাওয়ার থাকে, তার সবটাই একের পর এক স্লাইডে সাজিয়ে দেওয়া হয়েছে। ছেলেটির আগ্রহের জায়গা, শখ, পোষ্য, পছন্দের রান্না, ফুচকা-প্রীতি, নিয়ম করে জিম আর সাঁতার- বাদ যায়নি কিছুই। লিখেছেন সেই ছেলে- “সত্যি বলতে কী, আমি সব কিছুর জন্যই সব সময়ে তৈরি। সে মধ্যরাতে চা খেতে বেরোনো হোক বা পাহাড়ের কোলে নিসর্গ দেখতে দেখতে ম্যাগি খাওয়া”!
শুধু তাই নয়, ছেলেটি নিজের সম্পর্কে অনেক কিছু জানাতে এই পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনে আরও অনেককে যোগ করেছে, যারা তার খাঁটি স্বভাবের সাক্ষ্য দেয়। সেই তালিকায় রয়েছে নিজের এবং প্রতিবেশীর কুকুর, তার গলির প্রতিটি কুকুর-বিড়াল, তাঁর হাই-স্কুল ক্রাশ, সদা কর্তব্যপালনে তৎপর চৌকিদার এবং বাড়িওয়ালাও।
তমন্নার শেয়ার করা এই পোস্ট এখনও পর্যন্ত ২৮ হাজার ভিউ এবং ২৪০০ লাইক পেয়েছে। অনেকে বলছেন, এই ছেলে বোধহয় প্রতি মেয়ের জন্যই এমন একটা ফাইল জিড্রাইভে সেভ করে রাখে। অনেকে আবার বলছেন, ছেলেদের অতিরিক্ত এই উৎসাহ নিয়ে তাঁদের কোনও বক্তব্য নেই, কিন্তু মেয়েরা কি ডেটিং অ্যাপে কাউকে পছন্দ হলে তার জন্য এতটা এফর্ট দেয়?
বিতর্ক চলবেই, তবে এ ছেলে যে সৎপাত্র, তাও অস্বীকার করতে পারছেন না অনেকেই!