সেই ভিডিওতে দেখা যাচ্ছে বেড়াল কুকুরকে ম্যাসাজ দিচ্ছে৷ এই ভিডিও দেখে সকলে অবাক হয়ে যাবেন যে পুরনো শ্রেণী শত্রুতা ভুলে কিভাবে একে অপরকে আদরে ভরিয়ে দিচ্ছে৷
আরও পড়ুন - Weather Update: চাঁদি ফাটছে গরমে, স্বস্তির পূর্বাভাসে আর চিঁড়ে ভিজছে না, লণ্ডভণ্ড করা কালবৈশাখী আসছে
আজব গজব ভিডিও (Weird video) জন্য বিখ্যাত ট্যুইটার অ্যাকাউন্ট Buitengebieden একাধিক পশু পাখিদের নিয়ে কিউট ভিডিও পোস্ট করে৷ এতে পশুরা কীরকম মজা করে দিন কাটায় সেটা নিয়ে ভাল ভাল ভিডিও দেখে মন ভাল হয়ে যায়৷ তাদেরই পোস্ট করা এই কুকুর -বেড়ালের ভিডিও ভাইরাল (Cat Dog love viral video) হয়েছে৷ এতে কুকুর ও বেড়ালের প্রেম একেবারে উপচে পড়েছে৷
advertisement
দেখে নিন ভাইরাল ভিডিও (viral video)
কুকুরকে ম্যাসাজ দিচ্ছে বেড়াল
এই ভিডিওতে এক সাদা ও ধূসর রঙের বেড়াল একটি কালো রঙের কুকুরকে ম্যাসাজ করে দিচ্ছে৷ বেড়ালটি কুকুরের সামনে দাঁড়িয়ে রয়েছে৷ আর সামনের দুটো পা শূন্যে তুলে কুকুরের গলায় মালিশ করে দিচ্ছে৷ সে ম্যাসাজ করে আনন্দ পাচ্ছে অন্যজন ম্যাসাজ নিয়ে আনন্দ পাচ্ছে৷
ভিডিও ভাইরাল
এই ভিডিও একেবারেই অন্যরকম৷ পাশাপাশি খুবই মজাদার৷ কারণ বন্ধুত্ব সবসময়েই খুব ভাল৷ আর এতে সেই বন্ধুত্বের ছবিটাই খুব ভাল করে ধরা পড়েছে৷ ভিডিওতে ৬ লক্ষের চেয়েও বেশি ভিউ এসেছে৷ সেখানে লাইকের সংখ্যা ৫৬ হাজার৷ আর ৮ হাজার বেশি ভিডিও রিট্যুইট হচ্ছে৷ ভিডিওতে কমেন্ট করা প্রচুর মানুষ এই ভিডিও শেয়ার হয়েছে৷
কুকুর ও বেড়ালের মস্তিতে দেখা যাচ্ছে৷ সেখানে বেড়াল ও কুকুরকে দিয়ে কাজ করায়৷ তাঁদের ভিডিও-র থেকে অনেক বেশি পছন্দের৷
