সোশ্যাল মিডিয়ায় দ্রুতগতিতে ভাইরাল (Viral News) হচ্ছে৷ আইপিএস আধিকারিক রুপিন শর্মা শেয়ার করেছেন প্রায় যুদ্ধের মতো প্রস্তুতি নিয়ে চিটিং করার জন্য৷ ট্যুইটারে ভিডিও শেয়ার করার জন্য তিনি ক্যাপশনে লিখেছেন, #UttarPradesh mein Sub-Inspector -র EXAM mein #CHEATING #nakal-কে শানদার জুগাড়৷ দেখে নিন ভাইরাল নিউজের (Viral News) ভাইরাল ভিডিও (Viral Video ) ৷
advertisement
এই ভিডিও দেখানো হয়েছে কীভাবে নকল করার জন্য প্রস্তুতি নিয়েছে ৷ সে নিজের মাথার চুলের ওপর পরচুলা পরেছেন৷ এই উইগের ভিতরের তার ইয়ারফোন কানেকশন করে রেখেছে৷ এই ইয়ারফোনে কানেকশন কিভাবে দেওয়া হয়েছে তা সেই নকল করতে আসা পরীক্ষার্থী বলেছেই৷
আরও পড়ুন - HBD: ৩২-এ কার জন্য কুমারী Tamannaah bhatia, Virat Kohli থেকে পাকিস্তানি ক্রিকেটার সকলের সঙ্গে জড়িয়েছে নাম
এই ইয়ারফোন এতটাই ছোট যে কানের ভিতর দিয়ে একেবারে ভিতরে ঢুকে গেছে৷ কানের এতটাই ভিতরে ঢুকে গিয়েছিল সে নিজেও কোনও ভাবে বেরোতে পারছিল না৷ পুলিশ মেটাল ডিটেক্টর দিয়ে এই চুরির সরঞ্জামের খোঁজ পায়৷