TRENDING:

Viral News: সরকারি চাকরি বলে কথা! নকল করার জন্য ‘এই’ পদ্ধতি, পুলিশ নিজে ভিডিও করল ভাইরাল

Last Updated:

সরকারি চাকরির পরীক্ষায় সুযোগ পাওয়ার জন্য৷ সে চিটিং করার জন্য এমন কাণ্ড ঘটাল তাতে পুলিশ সেই বিষয়টিকে ভাইরাল ভিডিও (Viral Video ) করে দিয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সরকারি চাকরির  (Government Job)  জন্য মানুষ কি না করে৷   সামনে এসেছে এমন এক ভাইরাল নিউজ  (Viral News) যাতে দেখা যাচ্ছে কি ভাবে অনৈতিক পদক্ষেপ নিল সরকারি চাকরির পরীক্ষায় সুযোগ পাওয়ার জন্য৷ সে চিটিং করার জন্য এমন কাণ্ড ঘটাল তাতে পুলিশ সেই বিষয়টিকে ভাইরাল ভিডিও (Viral Video ) করে দিয়েছে৷ সরকারি চাকরির (Government Job) পরীক্ষাটি ছিল উত্তরপ্রদেশ পুলিশে কনস্টেবলের চাকরির জন্য৷ উত্তরপ্রদেশ সাব ইন্সপেক্টরের পরীক্ষার জন্য নকল করছিল৷ পুলিশ মেটাল ডিরেক্টরের টেস্টে বুঝতে পারে সে কোনও যন্ত্র নিয়ে এসেছে৷ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ৷ তারপরেই পুলিশ নিজেও হতবাক হয়ে যায়৷
advertisement

সোশ্যাল মিডিয়ায় দ্রুতগতিতে ভাইরাল (Viral News) হচ্ছে৷ আইপিএস আধিকারিক রুপিন শর্মা শেয়ার করেছেন প্রায় যুদ্ধের মতো প্রস্তুতি নিয়ে চিটিং করার জন্য৷ ট্যুইটারে ভিডিও শেয়ার করার জন্য তিনি ক্যাপশনে লিখেছেন, #UttarPradesh mein Sub-Inspector -র EXAM mein #CHEATING #nakal-কে শানদার জুগাড়৷ দেখে নিন ভাইরাল নিউজের (Viral News)  ভাইরাল ভিডিও (Viral Video ) ৷

advertisement

এই ভিডিও দেখানো হয়েছে কীভাবে নকল করার জন্য প্রস্তুতি নিয়েছে ৷ সে নিজের মাথার চুলের ওপর পরচুলা পরেছেন৷ এই উইগের ভিতরের তার ইয়ারফোন কানেকশন করে রেখেছে৷ এই ইয়ারফোনে কানেকশন কিভাবে দেওয়া হয়েছে তা সেই নকল করতে আসা পরীক্ষার্থী বলেছেই৷

advertisement

আরও পড়ুন - HBD: ৩২-এ কার জন্য কুমারী Tamannaah bhatia, Virat Kohli থেকে পাকিস্তানি ক্রিকেটার সকলের সঙ্গে জড়িয়েছে নাম

আরও পড়ুন - Bhuvneshwar Kumar's daughter first picture: ভুবনেশ্বর কুমার নিজেই শেয়ার করলেন সদ্যোজাতর ছবি, খুদের ছবি ভাইরাল

সেরা ভিডিও

আরও দেখুন
পড়ুয়াদের তৈরি খাবার নিয়ে ফুড ফেস্টভ্যাল স্কুলে, চিকেন ফুচকা থেকে কোল্ড কফি সব আছে
আরও দেখুন

এই ইয়ারফোন এতটাই ছোট যে কানের ভিতর দিয়ে একেবারে ভিতরে ঢুকে গেছে৷ কানের এতটাই ভিতরে ঢুকে গিয়েছিল সে নিজেও কোনও ভাবে বেরোতে পারছিল না৷ পুলিশ মেটাল ডিটেক্টর দিয়ে এই চুরির সরঞ্জামের খোঁজ পায়৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: সরকারি চাকরি বলে কথা! নকল করার জন্য ‘এই’ পদ্ধতি, পুলিশ নিজে ভিডিও করল ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল