নতুন বউকে এভাবে বরণ করে নেওয়ার ঘটনা এলাকায় অত্যন্ত জনপ্রিয় হয়েছে৷ তাঁদের এভাবে বউকে মেয়ে হিসেবে বরণ করে নেওয়ার ঘটনা একেবারে ভাইরাল নিউজ (Viral News) হয়ে গেছে৷ এলাকার মানুষজন বলছেন এইভাবে বউকে ওজন করে টাকা দিয়ে মেপে নেওয়ার ঘটনাকে একেবারে নতুন উদাহরণ হিসেবে দেখছেন সকলে৷ পুরো এলাকায় চর্চার বিষয় হয়ে গেছে এই ভাইরাল নিউজ (Viral News) ৷
advertisement
আরও পড়ুন - Bollywood: ব্রেকফাস্টে শিলাজিতের লাড্ডু! Deepika Padukone-র বর Ranveer Singh-র সিক্রেট সামনে
নতুন বউকে এভাবে ওজন করায় ১১ লক্ষ টাকা কয়েনে পেয়েছেন৷ রাজস্থানে গত কিছুদিন আগে থেকে বিয়ের সময় নতুন বরকে যে শুভ যৌতুক কন্যাপক্ষের (Wedding) তরফ থেকে দেওয়া হয় সেটা ফেরানোর নতুন রীতি শুরু হয়েছে৷
পাওয়া তথ্য অনুযায়ি সমাজে একেবারে অনন্য উদাহরণ দিচ্ছে৷ ঝুনঝুন জেলায় মন্ড্রেলা কসবা-র কাছাকাছি ঢানির বাসিন্দা সুবেদার হবা সিংহ ধায়লের পত্নী কবিতা ধায়াল৷ সুবেদার হাওয়া সিং ধায়ালের ছেলে মনী৷ ধায়লের বিয়ে হয় কোলিন্ডার বাসিন্দার সঙ্গে৷ পাত্রী ছিলেন পুনম৷ শনিবার সকালে পুনম শ্বশুরবাড়িতে মুখদর্শনের প্রথা হয়৷
পুনমের ওজন কয়েনে ৬০ কেজি হয়৷
শুশ্বরবাড়িতে নতুন বউয়ের মুখ দেখার সময় শাশুড়ি কবিতা ধায়ল তাঁকে ওজনদারিতে বসিয়ে ওজন করালে ওজন হয় ৬০ কিলো৷ এখনও অবধি পুরো ৬০ কেজি কয়েন গোনা হয়নি৷ পরে এই কয়েন নিজের ছেলের বউকে যৌতুক দেন নতুন শাশুড়ি৷ তাঁর এই কয়েনে এক টাকা ও ২টাকার কয়েন রয়েছে৷ নতুন বউ এই মুহূর্তে এমএসসি করছেন৷
নতুন ধারণার জন্ম দিয়ে ভাইরাল নিউজ হয়ে যাওয়া এই পরিবারের মতে মেয়ে-বউ বাড়ির ঘরের শক্তি ও লক্ষ্মী হন৷ মেয়েদের প্রতি সমাজের চিরাচরিত ধারণার বদল ঘটিয়েছেন এই পরিবার৷ এমনিতেই রাজস্থান অনেকটাই নিজের প্রাচীন চিন্তাধারা এখনও মানে৷ এই পরিবার মনে করছেন বাড়িতে আনন্দ এনেছেন নতুন এই বউ তাই পুরো পরিবার এইভাবে আনন্দে মেতেছেন৷
এর আগে ঝুনঝুন জেলার (Rajasthan) খাণ্ডবা গ্রামে রামকিশন এবং তাঁর স্ত্রী কৃষ্ণা নিজেদের ছেলের বউয়ের মুখে দেখতে ১১ লক্ষ টাকার গাড়ি উপহার দিয়েছিলেন৷ সেই সময় সেটাও ভাইরাল নিউজ (Viral News) হয়েছিল৷