টাইম ট্র্যাভেল বাস্তবে সম্ভব না কি শুধুই কল্পবিজ্ঞানে- এ নিয়ে গবেষণা এখনও চলছে। সে সবের মাঝে মাথাচাড়া দেন কিছু টাইম ট্র্যাভেলার, ভবিষ্যতের গর্ভে যা লুকিয়ে আছে, তা জানান দেন। সে সব লোকজন বিশ্বাস করে কি না, সেটা পরের প্রশ্ন, ও প্রসঙ্গে এখনই যাওয়ার প্রয়োজন নেই আমাদের। আমাদের কথা আপাতত কেবল জেভিয়ারকে নিয়ে, ২০২১ সাল থেকে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন ভদ্রলোক। মূলত ইনস্টাগ্রাম আর টিকটকে সক্রিয় থাকেন তিনি, ভবিষ্যতের পৃথিবীর ছবি, ভিডিও পোস্ট করে চলেন। তাঁর দাবি, তিনি যে সময়ে আটক হয়ে রয়েছেন, তা ২০২৭ সাল। জেভিয়ারের কথা যদি সত্যি বলে ধরে নিতেই হয়, তাহলে আতঙ্ক জাগবে বইকি। ২০২৩ সাল তো প্রায় শেষ হয়েই এল, ২০২৪ শুরু হল বলে। এ দিকে জেভিয়ারের ভবিষ্যৎ পৃথিবীর সব ফুটেজ জনহীন, মাত্র ৩ বছর পরেই তাহলে জনহীন হয়ে যাবে পৃথিবী?
advertisement
সেই সঙ্গে এটাও ভাবার, তাহলে কি আরেকটা অতিমারী আসবে? না কি অন্য কিছু ঘটবে? কেন ২০২৭-এর পৃথিবী জনশূন্য, তা জেভিয়ার বলছেন না, হয় তো নিজেও জানেন না। তিনি শুধু জনপ্রিয় পর্যটনস্থলে গিয়ে সেখানকার জনহীন ছবি, ভিডিও তুলে বেড়ান। আপাতত আছেন লন্ডনে, সাম্প্রতিক ভিডিওয়ে জানিয়েছেন এবার লন্ডন ছাড়বেন, সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন রেখেছেন এবার কোথায় যাওয়া যায়। সেই পোস্ট সামনে আসার পর থেকে প্রত্যাশিত ভাবেই বেশিরভাগ লোকজন মজা করছেন জেভিয়ারকে নিয়ে, বলছেন এত ভাবার কী আছে, স্বর্গের নন্দনকাননে গেলেই তো হয়। বাকিরা তুলছেন যুক্তিসঙ্গত প্রশ্ন- পৃথিবী যদি জনহীন হয়, তাহলে সোশ্যাল মিডিয়া পোস্টের বিদ্যুৎ কী করে পাচ্ছেন জেভিয়ার? হক কথা, এটাও ভেবে দেখার কী খেয়ে বেঁচে আছেন তিনি। তাছাড়া, ২০২১ সালে যদি ২০২৭-এ আটকে পড়েন জেভিয়ার, তাহলে ২০২৩-এ কি তাঁর ২০২৯ সালে থাকার কথা নয়? প্রশ্ন অনেক, কিন্তু জেভিয়ার যখন উত্তর দিচ্ছেন না, কী আর করা যায়!