TRENDING:

Farmer Owner Of Train: রেলের এক ভুলেই আজ একটা আস্ত ট্রেনের মালিক লুধিয়ানার কৃষক! এও কি সম্ভব?

Last Updated:

এটা কি কখনও কেউ শুনেছেন যে, কারওর ব্যক্তিগত ট্রেন রয়েছে? এমনটাও কি সম্ভব? হ্যাঁ হ্যাঁ, বিশ্বে এমন একজন ব্যক্তি রয়েছেন, যাঁর ব্যক্তিগত ট্রেন রয়েছে। তিনি আবার ভারতীয়ও বটে। তবে পেশায় তিনি একজন কৃষক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লুধিয়ানা: আগেকার দিনে রাজা-রাজড়াদের কাছে হাতি, ঘোড়া, পালকি থাকত। সময় বদলেছে। এখন কোটিপতি কিংবা ধনীরা দামি দামি গাড়ির সুযোগ-সুবিধা ভোগ করে থাকেন। এমনকী কিছু কিছু ধনী ব্যক্তির কাছে তো ব্যক্তিগত জেটও রয়েছে। তবে এটা কি কখনও কেউ শুনেছেন যে, কারওর ব্যক্তিগত ট্রেন রয়েছে? এমনটাও কি সম্ভব? হ্যাঁ হ্যাঁ, বিশ্বে এমন একজন ব্যক্তি রয়েছেন, যাঁর ব্যক্তিগত ট্রেন রয়েছে। তিনি আবার ভারতীয়ও বটে। তবে পেশায় তিনি একজন কৃষক।
রেলের এক ভুলেই আজ একটা আস্ত ট্রেনের মালিক লুধিয়ানার কৃষক! এও কি সম্ভব?
রেলের এক ভুলেই আজ একটা আস্ত ট্রেনের মালিক লুধিয়ানার কৃষক! এও কি সম্ভব?
advertisement

এটা কেমন করে সম্ভব? কারণ রেল তো সরকারি সম্পত্তি! আসলে রেলের এক ভুলেই ওই কৃষক একটা আস্ত ট্রেনের মালিকানা লাভ করেছেন। আর এখানেই শেষ নয়, বাড়িতে বসে রীতিমতো ট্রেনের আয়ের অংশও পেয়ে যান। সেই গল্পই শুনে নেওয়া যাক।

আরও পড়ুন– ঘুমন্ত ফুটপাতবাসীর মুখের উপর সটান উঠে এল গাড়ির চাকা! তার পরে? ভাইরাল ভিডিও দেখে শিউরে উঠছেন নেটিজেনরা!

advertisement

পঞ্জাবের লুধিয়ানার কাতানা গ্রামের বাসিন্দা সম্পূরণ সিং। ২০০৭ সালে লুধিয়ানা-চণ্ডীগড় রুটে রেললাইন নির্মাণের সময় রেলওয়ে কৃষকদের জমি কিনছিল। সেই সময় সম্পূরণ সিংয়ের জমিও কিনেছিল রেল। কিন্তু তাঁকে দেওয়া হয়েছিল মাত্র ৪২ লক্ষ টাকা। অথচ রেলের থেকে ওই কৃষক জমি বিক্রি বাবদ ১.০৫ কোটি টাকা দাবি করেছিলেন। দাবিকৃত টাকা হাতে না পেয়ে ২০১২ সাল নাগাদ আদালতে ক্ষতিপূরণের দাবিতে মামলা করেন সম্পূরণ। সেই মামলার রায়ে জয় হয় তাঁর।

advertisement

আরও পড়ুন- কলকাতা ফুটবল লিগে গড়াপেটার অভিযোগ ! তদন্তের জন্য পুলিশকে চিঠি আইএফএ-র

২০১৫ সালে রেলকে ওই কৃষকের বাকি টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেয় আদালত। সেই সঙ্গে এ-ও জানায় যে, একর প্রতি ৫০ লক্ষ টাকা হিসেবে ক্ষতিপূরণ দিতে হবে। যদিও নর্দার্ন রেল কৃষককে অত বড় অঙ্কের সেই টাকা ফেরাতে ব্যর্থ হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ক্ষতিপূরণ দেওয়ায় দেরি হওয়ার কারণে আদালত স্বর্ণ শতাব্দী এক্সপ্রেস তুলে দেয় সম্পূরণ সিংয়ের হাতে। এই ট্রেনটি প্রতিদিন নয়াদিল্লি এবং অমৃতসর রুটে চলাচল করে। ২০১৭ সালেই ২০ কোচ ট্রেনের মালিকানা পান তিনি। আর যেদিন সেটা তাঁর হাতে এসেছিল, তিনি আইনজীবীর সঙ্গে লুধিয়ানা স্টেশনে গিয়েছিলেন। স্টেশনে ঢোকার পরে ট্রেনটিকে আবার গন্তব্যে রওনা করিয়ে দেন সম্পূর্ণ। জানান যে, অত সংখ্যক যাত্রীদের সমস্যা হোক, সেটা তিনি কখনওই চাননি। এখানেই শেষ নয়, স্বর্ণ শতাব্দী এক্সপ্রেসের পাশাপাশি আদালতের রায়ে লুধিয়ানা রেলওয়ের স্টেশন মাস্টারের দফতরও পেয়েছেন ওই কৃষক। যদিও শোনা যায়, এই মামলা এখনও আদালতে চলছে।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Farmer Owner Of Train: রেলের এক ভুলেই আজ একটা আস্ত ট্রেনের মালিক লুধিয়ানার কৃষক! এও কি সম্ভব?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল