TRENDING:

Viral News: এমনই গ্রামের নাম, বলতে লজ্জা লাগে; প্রশাসনের কাছে নাম বদলানোর অনুরোধ!

Last Updated:

Village with Weird Name: সুইডেনের এই গ্রামের নামটি ঐতিহাসিক এবং ১৫৪৭ সালে এই নাম দেওয়া হয়েছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আমরা যেখানে জন্মগ্রহণ করি, সবসময় সেখানকার নাম গর্বের সঙ্গে উচ্চারণ করি। কিন্তু দুনিয়াতে এমন জায়গাও রয়েছে যেখানকার নাম সেখানকার বাসিন্দারা উচ্চারণ করতে লজ্জা পায়। এমনই একটি গ্রাম রয়েছে সুইডেনে (Sweden)। সুইডেনের সেই গ্রামের বাসিন্দারা, নিজেদের গ্রামের নাম উচ্চারণ করতে লজ্জা পায় (Village with Weird Name)।
এমনই গ্রামের নাম, বলতে লজ্জা লাগে; প্রশাসনের কাছে নাম বদলানোর অনুরোধ!
এমনই গ্রামের নাম, বলতে লজ্জা লাগে; প্রশাসনের কাছে নাম বদলানোর অনুরোধ!
advertisement

সেই গ্রামের বাসিন্দাদের কাছে সেই গ্রামের নাম সমস্যার সৃষ্টি করেছে। তারা নিজেদের গ্রামের নাম অন্য কোথাও উচ্চারণ করতে পারে না। এছাড়াও তাদের সবথেকে বড় সমস্যা হল তারা তাদের গ্রামের নাম সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করতে পারে না। সোশ্যাল মিডিয়ার সেন্সরশিপের (Social Media Censorship) জন্য সুইডেনের সেই গ্রামের বাসিন্দারা, তাদের গ্রামের নাম সোশ্যাল মিডিয়ায় লিখতে পারে না।

advertisement

আরও পড়ুন-Viral News: বয়সের পরোয়া নিরর্থক, ২৪ বছরের স্বামীর সন্তান গর্ভে ধারণ করতে চান ৬১ বছরের স্ত্রী!

গ্রামের সকলের দাবি, বদলাতে হবে গ্রামের নাম

ডেইলি স্টারের (Daily Star) রিপোর্ট অনুযায়ী সুইডেনের (Sweden) ‘ফাক’ (Fucke) গ্রামের লোকেরা সেই গ্রামের নাম বদলানোর জন্য এক ক্যাম্পেন শুরু করেছে। এর আগে ২০০৭ সালে এমন আবেদন করেছিল ফাকবাই (Fjuckby) গ্রামের লোকেরা। কিন্তু সেই গ্রামের নাম বদলানো হয়নি। সুইডেনের ফাক গ্রামের নামটি ঐতিহাসিক এবং ১৫৪৭ সালে এই নাম দেওয়া হয়েছিল। এর জন্য সুইডেনের জাতীয় ল্যান্ড সার্ভে ডিপার্টমেন্ট সেই গ্রামের নাম পরিবর্তন করতে সমস্যায় পড়েছে। কিন্তু সেই গ্রামের বাসিন্দারা জানিয়েছেন যে যত দিন সেই গ্রামের নাম পরিবর্তন করা হবে না ততদিন তাদের এই ক্যাম্পেন চলবে। সেই গ্রামের মোট ১১টি ঘরের বাসিন্দারা জানিয়েছে যে, ‘ফাক’ নাম বলতে তাদের লজ্জা লাগে।

advertisement

আরও পড়ুন-এক নজরে দেখে নিন জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়ার সেরা প্ল্যান, কম দামে প্রতিদিন ৩ জিবি ডেটা!

সোশ্যাল মিডিয়ায় লিখতে পারে না গ্রামের নাম

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

স্থানীয় এক টিভি চ্যানেলের সঙ্গে কথা বলতে গিয়ে গ্রামের এক বাসিন্দা জানিয়েছে যে, তাদের সেই গ্রাম খুবই ভালো এবং শান্ত, সেই গ্রামের সকলেই সেখানে খুব খুশি। কিন্তু তাও তারা সেই গ্রামের নাম বদলাতে চায়। এর প্রধান কারণ হল সোশ্যাল মিডিয়া সেন্সরশিপ। এই কারণে তাদের গ্রামের নাম আপত্তিজনক ও অশালীন মনে হয়। এর ফলে তারা তাদের গ্রামের নাম সোশ্যাল মিডিয়ায় ব্যাবহার করতে পারে না। সুইডেনে কোনও গ্রামের নাম বদলানোর জন্য সেখানকার জাতীয় ল্যান্ড সার্ভে ডিপার্টমেন্ট, জাতীয় হেরিটেজ বোর্ড এবং লোককথা সংস্থান মিলিত ভাবে সিদ্ধান্ত গ্রহণ করে। কোনও নাম বদল করার আগে তার ইতিহাস সম্পর্কে বিবেচনা করা হয়। এর ফলে যেহেতু সেই গ্রামের নামের একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, তাই সহজেই বদলানো যাবে না সেই গ্রামের নাম। যদিও নিজেদের দাবি থেকে পিছু হটছে না গ্রামবাসীও!

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: এমনই গ্রামের নাম, বলতে লজ্জা লাগে; প্রশাসনের কাছে নাম বদলানোর অনুরোধ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল